প্রকাশ্যে নতুন Tata Nexon XZ plus EV, রয়েছে দুর্দান্ত সমস্ত ফিচার

বিগত কয়েক বছর ধরে ভারতীয় গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি বৈদ্যুতিক গাড়ির নির্মাণের দিকে ঝুঁকেছে। যার প্রধান কারণ অবশ্য পরিবেশ দূষণ, অন্যদিকে রয়েছে প্রতিদিন জ্বালানির দাম বৃদ্ধি।…

Tata Nexon XZ plus EV

বিগত কয়েক বছর ধরে ভারতীয় গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি বৈদ্যুতিক গাড়ির নির্মাণের দিকে ঝুঁকেছে। যার প্রধান কারণ অবশ্য পরিবেশ দূষণ, অন্যদিকে রয়েছে প্রতিদিন জ্বালানির দাম বৃদ্ধি। গত এক বছরে জ্বালানির দাম আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই অর্থে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে স্বাভাবিকভাবেই।

তাই সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি নির্মাণকারী সংস্থা সকলেই ব্যাটারি চালিত গাড়ির দিকে নজর দিয়েছে। ভারতীয় গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো টাটা মোটরস। বিগত কয়েক দশক ধরে ভারতীয় বাজারে রাজত্ব করছে এই সংস্থা। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আমলা সকলেরই প্রথম পছন্দ হল টাটা। কারণ টাটা মোটরস প্রথম থেকেই সাধারণ মানুষের ভরসা অর্জন করেছে।

বর্তমানে তারা আরো একটি ব্যাটারি চালিত গাড়ি প্রকাশ্যে নিয়ে এসেছে। Tata Nexon XZ plus এবার বাজারে এসেছে অন্য রূপে। ৪০.৫ কিলো ওয়াটের ব্যাটারি যুক্ত এই গাড়ি মাত্র ৫০ মিনিটে শূন্য থেকে আশি শতাংশ চার্জ করতে সক্ষম। একবার চার্জ করলেই প্রায় ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এই গাড়ি।

ভারতীয় বাজারে SUV গাড়ি প্রথম থেকেই জনপ্রিয়। ঠিক সেই কারণে এবার টাটা গোষ্ঠী ব্যাটারি চালিত এসইউভি গাড়ি প্রকাশে নিয়ে এলো। যার মধ্যে থাকছে তিনটি ড্রাইভিং মোড। যেগুলি হল ইকো স্পোর্টস এবং সিটি মোড। সংস্থার পক্ষ থেকে জানাই গিয়েছে এই গাড়ির দাম ১৮ লক্ষ ৭৯ হাজার টাকা।

#TataNexonXZPlusEV #ElectricVehicle #Features #AdvancedTechnology #SpaciousInteriors #EcoFriendly #Performance