হাওড়ায় পদ্মার ইলিশের ঝাঁক, ক্রেতাদের ভিড় উপচে পড়ছে

পুজোর আগমনী সুরের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাজারে শুরু হয়েছে পদ্মার ইলিশের আগমন। বহু প্রতীক্ষার পর বুধবার ভোরেই ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল দিয়ে এসে পৌঁছল বহু কাঙ্ক্ষিত…

howrah-wholesale-market-check-latest-prices

পুজোর আগমনী সুরের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাজারে শুরু হয়েছে পদ্মার ইলিশের আগমন। বহু প্রতীক্ষার পর বুধবার ভোরেই ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল দিয়ে এসে পৌঁছল বহু কাঙ্ক্ষিত পদ্মার ইলিশ। এরপর বৃহস্পতিবার সকালেই সেই চকচকে রুপোলি মাছের দেখা মিলল হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে।

পদ্মার ইলিশের নাম শুনলেই বাঙালির জিভে জল আসে। বিশেষ করে দুর্গাপুজোর আগে পদ্মার ইলিশের বাজারে আগমন মানেই এক অন্যরকম আনন্দ। বহুদিন ধরে সীমিত সরবরাহের কারণে বাজারে ইলিশের দাম ছিল আকাশছোঁয়া। এ বছর বাংলাদেশ সরকার ভারতকে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। আর তার প্রথম চালান এসেছে পেট্রাপোল হয়ে।

   

প্রথম দিনের হিসাবে পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, ৬০০ গ্রামের ইলিশের দাম প্রায় ১২০০ টাকা হতে পারে। ১ কেজি ইলিশের দাম হতে পারে ১৭৫০ থেকে ১৮০০ টাকার মধ্যে। তবে এও জানানো হয়েছে, এই দাম এখনও চূড়ান্ত নয়। মূলত পাইকারি বাজার কত দামে ইলিশ ছাড়ছে, তার উপরেই নির্ভর করবে খুচরো বাজারের দাম।

Advertisements