Gold Silver Price: ভোটের দিন ৫০ টাকার হেরফের হল সোনার দামে, কোথায় কত জানুন

আজ শুক্রবার দেশের বহু রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট শুরু হয়ছে। কিন্তু আজ এই ভোটের দিন সোনা ও রুপোর দাম (Gold Silver Price) বাড়ল না…

today gold and silver price in kolkata 2 november

আজ শুক্রবার দেশের বহু রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট শুরু হয়ছে। কিন্তু আজ এই ভোটের দিন সোনা ও রুপোর দাম (Gold Silver Price) বাড়ল না কমল সে ব্যাপারে কিছু জানেন? যদি না জেনে থাকেন জেনে নিন ঝটপট।

আজ ভোটের দিন ৫০ টাকার হেরফের হল সোনার দামে। মূলত আজ সোনার দাম ফের একবার বাড়ল। আজ এক গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৪৩৪ টাকা। আজ ২৪ ক্যারেট সোনার দাম গ্রামে ৫৪ টাকা বেড়েছে। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা দাম ৭৪,৩৪০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ৬৮,১৫০ টাকা। এছাড়া আজ ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনা দাম ৫৫,৭৬০ টাকা।

   

বিশেষজ্ঞদের মতে, চলতি মাসে অর্থাৎ এপ্রিল মাসে সোনা ও রুপোর দাম বাড়তে থাকে। আজও সকাল থেকেই সোনার দাম বাড়ছে। এক সময় প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৩ হাজার টাকা, এখন তা ৭৩ হাজার টাকা ছাড়িয়েছে। আজ সকাল থেকেই রুপোর দাম বাড়তে থাকে। এমসিএক্স এক্সচেঞ্জে, আজ রুপো প্রতি কেজি ৮৩,৪১৩ টাকায় লেনদেন করছে। আজ ১৪০ টাকা দাম বেড়েছে। আজ শুক্রবার বিশ্ববাজারে সোনার দামও বাড়ছে। কমেক্সে স্বর্ণের বৈশ্বিক ফিউচার মূল্য ০.২৮ শতাংশ বা ৬.৬০ ডলার প্রতি আউন্স ২,৪০৪.৬০ ডলারে লেনদেন হচ্ছে। একই সময়ে স্বর্ণের বৈশ্বিক স্পট মূল্য বর্তমানে প্রতি আউন্স ২ হাজার ৩৯২ দশমিক ৭০ ডলারে লেনদেন করছে।