Gold Silver Price: গহনা কেনার সুবর্ণ সুযোগ, দাম পড়ল হলুদ ধাতুর

gold price

সোনা (Gold Silver Price) কেনার আগ্রহ দেখা গিয়েছিল কলকাতার নামি দামি সোনার শোরুমগুলিতে বৈশাখের প্রথম দিনেই। কারণ চৈত্রের শেষদিন থেকে বৈশাখের প্রথমদিনেই চলছিল বিশেষ সেল। ক্রেতাদের মুখে দেখা যাচ্ছিল হাসির ছোঁয়া কারণ একধাক্কায় ৭৬০০ টাকা কমেছিল হলুদ ধাতুর দাম। পয়লা বৈশাখের পরের দিন আজ, বৈশাখ মাসের দ্বিতীয় দিনেও অনেকটাই দাম কমল এই মূল্যবান ধাতুর। শুধু সোনারই নয়, তার পাশাপাশি দাম কমেছে রুপোরও।

২২ ক্যারেটের সোনার দাম-

   

আজ, ১৫ এপ্রিল ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৬৬৪৯০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ৬৬ হাজার ৪৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের সোনার দামেও দেখা গেছে কিছু পরিমান মূল্য কমতে। যেখানে ১ গ্রাম সোনার দাম ৭২৫৪ টাকা। অর্থাৎ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৫৪০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

পাশাপাশি ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৪০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৪০০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৫৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৮৫ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে রুপোর। তবে ক্রেতাদের জন্য এটা বিশেষ সুযোগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন