Wednesday, November 26, 2025
HomeBusinessরবির সকালে ধস সোনার বাজারে, কলকাতায় রেকর্ড সস্তা হলুদ ধাতু!

রবির সকালে ধস সোনার বাজারে, কলকাতায় রেকর্ড সস্তা হলুদ ধাতু!

অগাস্টের শুরুতেই স্বর্ণপ্রেমীদের মুখে হাসি। (Gold Price) একটানা ঊর্ধ্বমুখী দরের (Gold Price) পর অবশেষে সামান্য হলেও কমল সোনার দাম। রবিবার, ৪ আগস্ট কলকাতায় ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৯৩,৭০০ টাকা। যা শনিবার ছিল ৯৪,৫০০ টাকা। অর্থাৎ এক দিনে ১০ গ্রামের সোনায় দাম কমেছে ৮০০ টাকা।(Gold Price) 

Advertisements

বিনিয়োগ ও বিয়ের বাজারে স্বস্তি

   

সোনার দামে এই সামান্য পতন হলেও, তা সাধারণ মানুষ ও সোনা ব্যবসায়ীদের কাছে বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যাঁরা বিয়ে কিংবা কোনও বিশেষ অনুষ্ঠানের জন্য সোনার গয়না কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের জন্য এই দাম কমা অনেকটাই সুবিধাজনক। বিশেষত, বিগত কয়েক মাসে যেভাবে সোনার দাম আকাশছোঁয়া হয়ে উঠেছিল, তাতে মধ্যবিত্তের পক্ষে সোনা কেনা কার্যত কঠিন হয়ে উঠেছিল।(Gold Price) 

এই দাম পতনের ফলে অনেকে এখনই গয়না (Gold Price) কিনে নিতে চাইছেন, কারণ ভবিষ্যতে দাম আবারও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে।

কেন কমল সোনার দাম?

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের হালকা পতন এবং(Gold Price) ডলারের তুলনায় টাকার সামান্য মজবুত অবস্থান এই দামের পতনের অন্যতম কারণ। এছাড়াও, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার স্থির রাখার সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক বাজারে মন্দার সম্ভাবনার কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আগ্রহে সাময়িক মন্দা দেখা গেছে।

তবে এটি স্থায়ী না-ও হতে পারে। বাজার বিশেষজ্ঞদের অনেকেই (Gold Price) বলছেন, আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিস্থিতি, যেমন মধ্যপ্রাচ্য বা ইউক্রেন-রাশিয়া সংঘাত কিংবা আমেরিকার নির্বাচনী পরিস্থিতির জেরে সোনার বাজারে আবারও বড়সড় উত্থান দেখা দিতে পারে।

কলকাতায় বর্তমান সোনার দাম (রবিবার, ৩ আগস্ট):

Advertisements

২২ ক্যারাট (১০ গ্রাম): ৯৩,৭০০(Gold Price) 

২৪ ক্যারাট (১০ গ্রাম): ১,০২,২০০ (প্রায়(Gold Price) 

উল্লেখ্য, এই দামগুলিতে জিএসটি, মেকিং চার্জ ইত্যাদি(Gold Price) অন্তর্ভুক্ত নয়। গহনার দোকানভেদে এবং ব্র্যান্ড অনুযায়ী দাম কিছুটা ওঠানামা করতেই পারে।

ব্যবসায়ীদের প্রতিক্রিয়া

কলকাতার বড় গয়নার দোকানগুলির সঙ্গে কথা(Gold Price) বলে জানা গিয়েছে, সোনার দামের এই সামান্য পতনে ক্রেতাদের মধ্যে খানিকটা আগ্রহ দেখা যাচ্ছে। একটি বিখ্যাত গয়নার শোরুমের বিক্রয়প্রধান বলেন, “গত মাসখানেক ক্রেতা কমে গিয়েছিল। দাম বেশি থাকায় মানুষ গয়না কিনতে ভয় পাচ্ছিলেন। আজ সকালে দাম একটু কমেছে শুনেই অনেকেই এসেছেন খোঁজ নিতে।”

সামনের দিনে কী হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, এই সাময়িক দামের পতন (Gold Price) বাজারের সামান্য সংশোধন মাত্র। সোনা বরাবরই নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত। তাই বিশ্ব বাজারে অনিশ্চয়তা বাড়লে দাম ফের বাড়ার সম্ভাবনা প্রবল।

Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments