প্রকাশ্যে Noise ColorFit Vision 3 এর ফিচার, জানুন বিস্তারিত

ভারতীয়দের মধ্যে হাত ঘড়ি পড়ার রীতি বহু যুগ ধরেই রয়েছে। একটা সময় ছিল যখন ঘড়ি চালাত হত দম দিয়ে। তারপরে অবশ্য যুগের সাথে তাল মিলিয়ে…

Noise ColorFit Vision 3

ভারতীয়দের মধ্যে হাত ঘড়ি পড়ার রীতি বহু যুগ ধরেই রয়েছে। একটা সময় ছিল যখন ঘড়ি চালাত হত দম দিয়ে। তারপরে অবশ্য যুগের সাথে তাল মিলিয়ে এসেছে, ব্যাটারি চালিত ঘড়ি। তবে বর্তমানে স্মার্ট ওয়াচ এই সমস্ত এনালগ ঘড়ির জায়গা করে নিয়েছে।

হার্ট রেট থেকে শুরু করে ফিটনেস এমনকি কয়েক পা আপনি হেঁটেছেন সেটিও বলে দেয় স্মার্ট ওয়াচ। তাছাড়া রয়েছে ভয়েস কলিং থেকে শুরু করে মিউজিক প্লেইং এর মত ফিচার তাই বর্তমানে বিশ্বাস করে যুব সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় বিভিন্ন নামি দামি সংস্থা স্মার্ট ওয়াচ।

বর্তমানে আমাদের দেশে যে সমস্ত স্মার্টওয়াচ নির্মাণকারী সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলো Noise। বর্তমানে সংস্থা আরো একটি নতুন স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে যার নাম ColorFit Vision 3। এই স্মার্ট ওয়াচের মধ্যে আপনি পেয়ে যাবেন ১.৯৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। শমসের পক্ষ থেকে জানা গিয়েছে এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকার কাছাকাছি।

তাছাড়া পেয়ে যাবেন ১৫০টির বেশি ওয়াচ ফেস। অর্থাৎ আপনি নিজের ইচ্ছে মতো ঘিরে ডায়েল চেঞ্জ করে নিতে পারেন সহজেই। একই সাথে সমস্যা জানাচ্ছে স্মার্ট ওয়াচটি ব্লুটুথ কলিং ছাড়া প্রায় এক সপ্তাহ ব্যাটারি ব্যাকআপ দেবে। অর্থাৎ এক্ষেত্রেও আপনি একটি বড় সুবিধা পেয়ে যাচ্ছেন। একই সাথে পেয়ে যাবেন স্পোর্টস ডিটেকশন এবং স্লিপ ট্র্যাকার এর মত ফিচার।