আগামী মাসেই লঞ্চ হতে চলেছে Realme Narzo 60 5g, জানুন সমস্ত ফিচার

আমাদের দেশে যে সমস্ত স্মার্টফোন নির্মাণকারী সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলো Realme। আদতে চীনা সংস্থা হলেও দীর্ঘ কয়েক বছর ধরে দেশের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ব্র্যান্ড।

Realme Narzo 60

আমাদের দেশে যে সমস্ত স্মার্টফোন নির্মাণকারী সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলো Realme। আদতে চীনা সংস্থা হলেও দীর্ঘ কয়েক বছর ধরে দেশের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ব্র্যান্ড। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অত্যাধিক জনপ্রিয় এই সংস্থা নির্মিত স্মার্টফোন।

তার কারণ হিসেবে বলা চলে ক্যামেরা কোয়ালিটি, Realme প্রথম থেকেই নজর দিয়েছে তাদের স্মার্টফোনের ক্যামেরার দিকে। তাই যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে অত্যন্ত পছন্দের এই ব্র্যান্ড। এবার সম্প্রতি আরো একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে তারা।

সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী জুলাই মাসেই আসতে চলেছে Realme Narzo 60 সিজির। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত দুটি ভ্যারিয়েন্ট মিলবে এই স্মার্টফোনের। একটি হলো Realme Narzo 60 5g এবং অপরটি হলো Realme Narzo 60 Pro। 6.45 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে থাকছে 5000 এমএইচ এর ব্যাটারি। একই সাথে সংসার পক্ষ থেকে আরো বলা হয়েছে এই স্মার্টফোনে থাকতে চলেছে 1 TB ইন্টার্নাল স্টোরেজ।

দামের দিক দিয়ে অবশ্য ফোনটিকে প্রিমিয়াম সেগমেন্টের ফোন হিসেবে বিবেচনা করা যায় সহজে। Realme তার নতুন স্মার্টফোনের দাম রাখতে চলেছে ২০ হাজার টাকা থেকে শুরু করে 30 হাজার টাকার মধ্যে। একই সাথে থাকছে 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। অর্থাৎ Realme আবারও তার জনপ্রিয়তা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে।