Viral Cartoon: চাঁদ মামার হাতে ‘চন্দ্রযান’ রাখী ধরত্রী মাতার

২৩ শে আগস্ট বুধবার ইতিহাস রচনা করেছে ভারত। ইসরো চাঁদের পৃষ্ঠে দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ –এর সফল অবতরণ করে বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে চাঁদের আরও…

২৩ শে আগস্ট বুধবার ইতিহাস রচনা করেছে ভারত। ইসরো চাঁদের পৃষ্ঠে দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ –এর সফল অবতরণ করে বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে চাঁদের আরও ৩ টি দেশ পৌঁছালেও, কখনও দক্ষিণ মেরুতে পৌঁছায়নি কেউ। ভারত এই প্রথম! বুধবার চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডারের চাঁদের বুকে সফট ল্যান্ডিংয়ের পর থেকেই দেশজুড়ে চলছে সফলতার উৎযাপন। বিশ্বের নানা দেশ থেকে ঢালাও আসছে সুক্ষাতি এবং প্রসংশা।

ইতিহাস রচনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চন্দ্রযান-৩ সম্পর্কিত ছবি, আর্টওয়ার্ক, মিম, ইলাস্ট্রেশন ছড়িয়ে গিয়েছে। এরই মাঝে ভাইরাল হয়েছে একটি চন্দ্রযান-সম্পর্কিত ছবি যার সঙ্গে রাখী বন্ধনের সংযোগ রয়েছে। ছবিটি নেটাগরিকদের নজরে এসেছে।

ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে মা পৃথিবী (Mother Earth) তার ভাই চাঁদের হাতে রাখী বাঁধছে। ভারতে প্রায়সই চাঁদকে মামা বলে সম্মোধন করা হয়। এখানেই ছবির গল্প শেষ নয়। বোন পৃথিবী তার ভাই চাঁদের হাতে যেই সেই রাখী বাঁধছেনা। রাখীটি চন্দ্রযান-৩ এর মতন আকারের। চন্দ্রযানের সঙ্গে রাখী বন্ধনের এই যোগসূত্র মন কেড়েছে নেটিজেনদের।

প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তে রাখী বন্ধনের পবিত্র ভাই-বোনের উৎসব পালন করা হয়। এই বছর রাখী উৎসব পালন হবে ৩০ আগস্ট।