Hemant Soren: মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনে পুলিশ কর্তারা ঢুকলেন, বাইরে বিক্ষোভ

জমি কেলেঙ্কারির মামলায় ইডি জেরা করছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। জেরার মাঝেই রাঁচিতে তাঁর বাসভবনে আচমকা রাজ্য পুলিশের ডিজ-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঢুকলেন। দুটি বড়…

জমি কেলেঙ্কারির মামলায় ইডি জেরা করছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। জেরার মাঝেই রাঁচিতে তাঁর বাসভবনে আচমকা রাজ্য পুলিশের ডিজ-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঢুকলেন। দুটি বড় বড় বাস আনা হলো। বিক্ষোভ শুরু হয়েছে। আজই গ্রেফতার হেমন্ত সোরেন? JMM সূত্রে খবর, বড় বিপদ হতে পারে। তৈরি আছে প্ল্যান বি

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার জমি সংক্রান্ত আর্থিক লেনদেন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনে পৌঁছে যায়। তাঁর গ্রেপ্তারের সম্ভাবনা বাড়ছে। ইডি এই মুহুর্তে হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলে, তাঁর স্ত্রী কল্পনা সোরেন মুখ্যমন্ত্রী হতে পারেন। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে পারেন কল্পনা।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এর সমর্থকরা মোরাবাদি গ্রাউন্ডে এবং অন্যান্য বিভিন্ন স্থানে বিক্ষোভে জড়িত থাকতে দেখা গেছ। তারা বলছে “আমাদের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের নির্দেশে ইডি দ্বারা ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে। আমরা পুরো রাজ্যে অর্থনৈতিক অবরোধের অবলম্বন করব। রাঁচিতে প্রবল বিক্ষোভ শুরু। নেমেছে কেন্দ্রীয় বাহিনী।