২০০ টাকার কমে BSNL-এর নতুন প্ল্যান, মিলবে ৫৬ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL ফের গ্রাহকদের জন্য সাশ্রয়ী রিচার্জ প্ল্যান এনেছে। যারা কম খরচে আনলিমিটেড কলিং ও পর্যাপ্ত ডেটা ব্যবহার করতে চান, তাদের জন্য নতুন…

BSNL

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL ফের গ্রাহকদের জন্য সাশ্রয়ী রিচার্জ প্ল্যান এনেছে। যারা কম খরচে আনলিমিটেড কলিং ও পর্যাপ্ত ডেটা ব্যবহার করতে চান, তাদের জন্য নতুন ₹১৯৯ প্রিপেইড প্ল্যান একেবারে আদর্শ। এই প্ল্যান বিশেষ করে পড়ুয়া, ডেলিভারি সংস্থার কর্মী এবং নিম্ন আয়ের মানুষদের জন্য উপকারী হতে চলেছে। চার সপ্তাহের মধ্যে যত খুশি কথা বলার সুযোগের পাশাপাশি মিলবে দৈনিক ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটা।

BSNL-এর প্ল্যানের বৈশিষ্ট্য

নতুন ₹১৯৯ টাকার প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। প্রতিদিন গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল করার সুবিধা এবং ১০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ। ডেটার নির্ধারিত দৈনিক ২ জিবি শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড নেমে আসবে ৪০ কেবিপিএস-এ, যা দিয়ে কেবল বেসিক ব্রাউজিং করা যাবে। এই কারণে এই প্ল্যান ভিডিও স্ট্রিমিং বা হেভি গেমিং-এর জন্য নয়, বরং প্রয়োজনীয় কাজ ও কথোপকথনের জন্য উপযুক্ত।

   

বিএসএনএল জানিয়েছে যে, ₹১৯৯ টাকার এই প্ল্যান গ্রাহকরা শুধুমাত্র বিএসএনএল ওয়েবসাইট বা সেল্ফ-কেয়ার অ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন। কোম্পানি অতিরিক্ত ২ শতাংশ ডিসকাউন্ট অফার করছে, যা গ্রাহকদের আরও সাশ্রয় এনে দেবে।

বিএসএনএল-এর ঝুলিতে রয়েছে আরও বেশ কিছু বাজেট-ফ্রেন্ডলি প্ল্যান। উদাহরণস্বরূপ, ₹১০৭ টাকার প্ল্যান-এ ৩৫ দিনের বৈধতা সহ মোট ৩ জিবি ডেটা ও ২০০ মিনিট কলিং টাইম পাওয়া যায়। এছাড়া ₹১৪৭ টাকার প্ল্যান-এ ৩০ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধার সঙ্গে এককালীন ১০ জিবি ডেটা দেওয়া হয়।

Advertisements

প্রসঙ্গত, বিএসএনএল সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি করেছে। এর ফলে দেশের ১.৬৫ লক্ষেরও বেশি ডাকঘরে বিএসএনএল-এর সিম কার্ড পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকরা ডাকঘর থেকে মোবাইল রিচার্জও করতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে টেলিকম পরিষেবা সহজলভ্য করতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেবে।

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে অসমে এই প্রকল্পের পাইলট পর্যায়ে বিপুল সাফল্য এসেছে। তাই এই পরিষেবা এখন সারা দেশে চালু হচ্ছে। ডাক বিভাগ এবং বিএসএনএল যৌথভাবে পরিষেবার মান পর্যবেক্ষণ করবে এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় শক্তিশালী সাইবার সিকিউরিটি ও ডেটা প্রোটেকশন স্ট্যান্ডার্ড মেনে চলবে।

মোটের ওপর, BSNL-এর এই নতুন ₹১৯৯ টাকার প্ল্যানটি গ্রাহকদের জন্য একেবারে বাজেট-ফ্রেন্ডলি প্যাকেজ। সাশ্রয়ী মূল্যে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং ফ্রি এসএমএস—সবকিছুই রয়েছে এতে। যারা বেশি খরচ না করে ভালো পরিষেবা চান, তাদের জন্য এই প্ল্যান হতে পারে সেরা সমাধান।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News