মাত্র ৫৯৯ টাকায় BSNL-এর দুর্দান্ত প্ল্যান, প্রতিদিন ৩ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা

BSNL Partners with India Post
BSNL Freedom Plan 2025: Just ₹1 for 30 Days of Unlimited 4G Internet, Calls, and SMS

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) একের পর এক সাশ্রয়ী রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে আসছে গ্রাহকদের ধরে রাখার জন্য। যেখানে অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল-এর প্ল্যান অনেকটাই সস্তা এবং বাজেট-ফ্রেন্ডলি। যারা বেশি খরচ না করে ডেটা ও কলিং সুবিধা উপভোগ করতে চান, তাদের জন্য এই প্ল্যান হতে চলেছে একেবারে সঠিক বিকল্প। আজ আমরা এমনই দুটি জনপ্রিয় প্ল্যানের বিস্তারিত জানাচ্ছি।

BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যান

মাত্র ₹৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন একাধিক সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং সুবিধা, ফলে দেশের যেকোনো প্রান্তে ফ্রি কল করা যাবে।

   

সবচেয়ে বড় সুবিধা হল, এই প্ল্যানে প্রতিদিন গ্রাহকরা পাচ্ছেন ৩ জিবি হাই-স্পিড ডেটা। অর্থাৎ গোটা প্ল্যান মেয়াদে মিলছে মোট ২৫২ জিবি ডেটা। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে দাঁড়াবে 40 Kbps-এ। এছাড়া, প্রতিদিন মিলবে ১০০টি ফ্রি এসএমএস।

যারা নিয়মিতভাবে বেশি ডেটা ব্যবহার করেন—চাই কাজের জন্য হোক বা বিনোদনের জন্য—তাদের জন্য BSNL-এর এই ₹৫৯৯ টাকার প্ল্যানটি বেশ লাভজনক হতে পারে।

BSNL-এর ৮৯৭ টাকার প্ল্যান (১৮০ দিনের জন্য)

অন্যদিকে যারা দীর্ঘমেয়াদি রিচার্জ করতে চান, তাদের জন্য রয়েছে ₹৮৯৭ টাকার প্ল্যান। এই প্ল্যানে ভ্যালিডিটি মিলছে ১৮০ দিন অর্থাৎ পুরো ৬ মাস।

জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর, ৩ মাস ফ্রি মিলছে JioSaavn Pro সাবস্ক্রিপশন

এখানেও থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধা। তবে ডেটার ক্ষেত্রে এই প্ল্যানে নির্দিষ্ট সীমা রয়েছে। গ্রাহকরা মোট ৯০ জিবি হাই-স্পিড ডেটা পাবেন, যা নিজের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময়ে ব্যবহার করা যাবে। নির্দিষ্ট ডেটা শেষ হলে এখানেও স্পিড নেমে আসবে 40 Kbps-এ।

কোন প্ল্যান আপনার জন্য সঠিক?

যদি আপনি প্রতিদিন বেশি ডেটা ব্যবহার করেন, তাহলে ₹৫৯৯ টাকার প্ল্যান আপনার জন্য উপযুক্ত। কিন্তু যদি আপনার প্রধান উদ্দেশ্য নম্বরটি সক্রিয় রাখা এবং মাঝে মধ্যে ইন্টারনেট ব্যবহার করা হয়, তাহলে ₹৮৯৭ টাকার ১৮০ দিনের প্ল্যানটি হবে আরও সাশ্রয়ী। প্রসঙ্গত, কম খরচে আনলিমিটেড কল ও পর্যাপ্ত ডেটা সুবিধা পেতে BSNL এখনও অন্যতম সেরা বিকল্প।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন