Pakistan: জ্বালানির জ্বলুনি কমাতে পাকিস্তানে ছুটছে স্বস্তার গাড়ি

কোনও শব্দ নেই, নেই কোনও ধোঁয়া। করাচির বৈদ্যুতিক ঢেউয়ে চড়ার অনুভূতি এমনই। জ্বালানির দাম ও দূষণের বিরুদ্ধে পাকিস্তানের জবাব। Vlektra electric মোটরসাইকেল। পাকিস্তানে জ্বালানির দাম…

Vlektra electric

কোনও শব্দ নেই, নেই কোনও ধোঁয়া। করাচির বৈদ্যুতিক ঢেউয়ে চড়ার অনুভূতি এমনই। জ্বালানির দাম ও দূষণের বিরুদ্ধে পাকিস্তানের জবাব। Vlektra electric মোটরসাইকেল। পাকিস্তানে জ্বালানির দাম আকাশছোঁয়া। এর সঙ্গেই বায়ু দূষণ ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে।

Advertisements

তবে সমস্যার সমাধানে স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান vlektra। বাজারে নিয়ে এসেছে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ই-বাইক। এই বাইকগুলো ব্যবহার করে পুরো একটি শহরের কার্বন নির্গমন কমিয়ে আনা সম্ভব। সম্পূর্ণ চার্জ হতে ই-বাইকের মাত্র দু কিলোওয়াইট ঘন্টা বিদ্যুৎ দরকার।

Advertisements

দৈনন্দিন যাত্রীদের জন্য তা হয়ে উঠেছে এক সাশ্রয়ী বিকল্প। সেই সঙ্গে কমছে পরিবেশের উপর প্রভাব। যার ফলে গাড়ির ধোয়ার কারণে বায়ুদূষণ হ্রাস পেয়েছে। বায়ু দূষণের কারণে মানুষের অসুস্থ হওয়ার সংখ্যাও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে মেট্রো শহর গুলিতে বসবাসকারী মানুষের সংখ্যা হয় প্রচুর পরিমাণে। সেক্ষেত্রে গাড়ির সংখ্যাও নির্দ্বিধায় হু হু করে বেড়ে চলে। কারণ সকলেই কমবেশি অফিস কাছারিতে যাওয়ার ক্ষেত্রে গাড়ির ব্যবহার করে। আরে গাড়ি হয়ে ওঠে পরিবেশ দূষণের মূল কারণ।

তাই পাকিস্থানে বায়ু দূষণ রোধ করতে এই ই-বাইক এক কার্যকারী ভূমিকা পালন করবে। যা কমাবে বায়ুদূষণ। সঙ্গে কমবে মানুষের অসুস্থতা শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা। এবং সাশ্রয়ী মূল্যে এই বাইক পেয়ে অনেকেই লাভবান হবে। ভবিষ্যতে অন্যান্য সংস্থাগুলো ই-কমার্স গাড়ি বের করবে এমন প্রবণতা রয়েছে।