200 cc ইঞ্জিন নিয়ে আসছে Yamaha RX 100

একটা সময় ছিল যখন ভারতের রাস্তায় দাড়িয়ে বেড়াতে Yamaha RX 100। এক কথায় বলা চলে রয়েল এনফিল্ড বুলেট এবং এসকোর্স গ্রুপের রাজদূতকে পুরোপুরিভাবে চ্যালেঞ্জের মুখে…

Yamaha RX 100

একটা সময় ছিল যখন ভারতের রাস্তায় দাড়িয়ে বেড়াতে Yamaha RX 100। এক কথায় বলা চলে রয়েল এনফিল্ড বুলেট এবং এসকোর্স গ্রুপের রাজদূতকে পুরোপুরিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল Yamaha সংস্থার এই বাইকটি। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেরই প্রথম পছন্দ ছিল Yamaha RX 100।

প্রধানত হালকা ওজন দুর্দান্ত মাইলেজ দ্রুত গতি এবং বিশেষ করে টু স্ট্রোক ইঞ্জিনের পিকআপ এর জন্য অনেকের কাছেই পছন্দ ছিল এই বাইক। তবে একটা সময়ের পরে ভারতে বন্ধ হয়ে যায় পুষ্য কিঞ্জিনের নির্মাণ সে ক্ষেত্রে বন্ধ হয়ে যায় Yamaha RX 100 এর পথ চলা।

   

১০০ সিসির এই বাইক আজও অনেকেরই পছন্দের শুধু তাই নয় এখনও অনেকের কাছেই রয়েছে এই বাইক। অন্যদিকে অনেক যুবক রয়েছে যারা এই বাইককে মডিফাই করে আবার নতুন করে রাস্তায় নামিয়েছে। তবে এবার Yamaha RX 100 প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো সংস্থা। সম্প্রতি সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুব দ্রুত আসতে চলেছে Yamaha RX 100 তবে এতে দেখতে পাওয়া যাবে না ১০০ সিসির ইঞ্জিন।

তার বদলে থাকবে ২০০ সিসি ইঞ্জিন। তবে বাইকটি কবে লঞ্চ করা হবে এবং কতই বা দাম হবে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে সংস্থা আরো জানাচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ভারতের বাজারে আসছে এই বাইক।