TVS Raider 125-এর ড্রাম ব্রেক ভ্যারিয়েন্ট লঞ্চ হল, দাম হাতের নাগালেই

কমিউটার মোটরবাইকেও আজকাল স্টাইল খুঁজছেন ক্রেতারা। যে কারণে ভারতের বাজারে TVS Raider 125 বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর যেমন লুক, তেমন ফিচার। তরুণ প্রজন্মের অনেকেই…

TVS Raider 125 Drum brake variant launched

কমিউটার মোটরবাইকেও আজকাল স্টাইল খুঁজছেন ক্রেতারা। যে কারণে ভারতের বাজারে TVS Raider 125 বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর যেমন লুক, তেমন ফিচার। তরুণ প্রজন্মের অনেকেই এই বাইক কিনতে মরিয়া হয়ে উঠছেন। এবারে সংস্থা চুপিসাড়ে ভারতের বাজারে TVS Raider 125-এর ড্রাম ব্রেক ভার্সন লঞ্চ করল। বাজেট কম থাকলে এই বাইক ক্রেতাদের চাহিদা পূরণে সহায়তা করবে। কারণ Raider 125 ড্রাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮৪,৪৬৯ টাকা (এক্স-শোরুম)। 

নতুন Raider 125-এর দু’চাকাতেই ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। দু’রকম পেইন্ট স্কিমে বেছে নেওয়া যাবে এই বাইক – স্ট্রাইকিং রেড ও উইক্ড ব্ল্যাক। এর ডিজাইন লাইনআপের অন্যান্য মডেলের মতো হলেও হার্ডওয়্যারের দিক থেকে এটি আলাদা। এতে ফিচার হিসেবে দেওয়া হয়েছে এলইডি হেডলাইট, একটি এলসিডি এবং একাধির রাইডিং মোড। 

   

শক্তির উৎস হিসেবে Raider 125-এ দেওয়া হয়েছে একটি ১২৪.৮ সিসি, এয়ার-কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১.২ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১১.২ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত আছে একটি ৫-স্পিড গিয়ারবক্স।

ভিড়ে সহজেই চেনা যাবে নিজের স্কুটার, ‘Answer Back’ সহ এল Yamaha RayZR Street Rally

হার্ডওয়্যারের বৈশিষ্ট্য হিসেবে TVS Raider 125-এর ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। এটি বাইকটির বেস মডেল। এতে দেওয়া হয়েছে সিঙ্গেল পিস সিট। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hero Xtreme 125R। এই সস্তার মডেল লঞ্চ করে আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছানো যাবে বলে আশাবাদী টিভিএস।