Speed 400-এর পর এবার Scrambler 400 X-এও চমক আনতে চলেছে Triumph, পাচ্ছে দারুণ আপডেট

এমাসের ১৭ তারিখ ভারতের বাজারে নতুন ভার্সনে লঞ্চ হয়েছে Triumph Speed 400। এর পর থেকে ভারতীয় স্ক্র্যাম্বলার বাইকপ্রেমীদের মধ্যে একটি প্রশ্ন মাথা চাড়া দিচ্ছিল যে,…

2025 Triumph Scrambler 400 X is coming

এমাসের ১৭ তারিখ ভারতের বাজারে নতুন ভার্সনে লঞ্চ হয়েছে Triumph Speed 400। এর পর থেকে ভারতীয় স্ক্র্যাম্বলার বাইকপ্রেমীদের মধ্যে একটি প্রশ্ন মাথা চাড়া দিচ্ছিল যে, Scrambler 400 X-এর আপডেট মডেলটি কবে আনা হবে? এবারে সেই প্রশ্নের উত্তরে ইতিবাচক বার্তা এল। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে 2025 Triumph Scrambler 400 X লঞ্চ হবে।

জানা গিয়েছে, Scrambler 400 X-এর নতুন সংস্করণ লঞ্চের জন্য প্রস্তুত। কিন্তু আপাতত সদ্য লঞ্চ হওয়া Speed 400-এর নয়া ভার্সন এবং নতুন Speed T4-এই লক্ষ্য স্থির রাখতে চাইছে ট্রায়াম্ফ (Triumph)। এদিকে সামনেই পুজো। সেজন্য উক্ত দুই মডেলের পর আরও একটি নয়া বাইক আনা হবে কি না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

   

আসন্ন মোটরসাইকেলটির সম্ভাব্য ক্রেতাদের মধ্যে এও প্রশ্ন দেখা দিচ্ছে, এতে কী ধরনের আপডেট দেওয়া হতে পারে? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বাইকটির ডিজাইনে আপডেট দেওয়া হলেও, এর কারিগরি ক্ষেত্রে কোন বদল নজরে পড়বে না। আপডেট হিসাবে থাকতে পারে নতুন পেইন্ট স্কিম। এর সঙ্গে খাকি গ্রিন কালার মডেলটির বিক্রি জারি রাখা হবে বলেই খবর।

ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়াতে নজির গড়ল রিলায়েন্স ইনডাসট্রিজ

এদিকে Scrambler 400 X-এর প্যাকেজের মধ্যে ট্রায়াম্ফ ভাইজর এবং অফ-রোড মাডগার্ড অফার করা হবে না বলেই আশা করা হচ্ছে। তবে ভবিষ্যতে এমন ফিচার নিয়া চিন্তাভাবনা করা হতে পারে। কারিগরি বৈশিষ্ট্যের প্রসঙ্গে বললে, এটি ৩৯৯ সিসি, লিকুইড-কুল্ড মোটরের সঙ্গেই আসবে। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত থাকছে ৬-গতির গিয়ারবক্স। এই আপডেটের ফলে বাইকটির দাম সামান্য বাড়ানো হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।