ভারতীয়দের মধ্যে টাটা ন্যানো (Tata Nano) নাম শুনে নেই এমন মানুষ হয়তো খুব কমই আছে। কারণ একটা সময় ভারতের রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল টাটা মোটরস নির্মিত এই ছোট্ট গাড়িটি যার নাম ছিল মাত্র এক লক্ষ টাকা। মূলত এই টাটা ন্যানো ছিল রতন তার এক স্বপ্ন কারণ তিনি চেয়েছিলেন ভারতের প্রতিটি সাধারণ মানুষ যেন তার নিজের গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে।
আর সেই সময় ভারতীয়দের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না সেই কথা মাথায় রেখেই টাটা মোটর নির্মাণ করেছিল টাটা ন্যানো। যদিও বিগত কিছু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে এই গাড়ির প্রোডাকশন তবে এখনো রাস্তাঘাটে দেখা মেলে টাটা ন্যানোর। তবে সম্প্রতি বিগত কিছু মাস ধরে শোনা যাচ্ছে আবার নতুনভাবে আসতে চলেছে টাটা ন্যানো।
যদিও সে ব্যাপারে এখনো পর্যন্ত টাটা মোটরসের তরফ থেকে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে শোনা যাচ্ছে এবার বৈদ্যুতিক গাড়ি হিসেবে ভারতীয় বাজারে আসতে চলেছে টাটা ন্যানো। ইতিমধ্যেই ভারতীয় বাজারের রাজত্ব শুরু করেছে বিভিন্ন সংস্থা নির্মিত ব্যাটারি চালিত গাড়ি, সেই তালিকায় অবশ্যই রয়েছে টাটা মোটরসের বিভিন্ন গাড়ি। আর এবার টাটা মোটরস আবারো বাজারে আনতে চলেছে টাটা ন্যানো ইভি। তবে টাটা ন্যানো নতুন অবতারের লঞ্চ করা হলো তার দাম আগের মতই কম থাকবে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।