ইলেকট্রিক বাইকের ফের টিজার ছাড়ল Ola, লঞ্চ ১৫ অগস্ট

১৫ অগস্ট স্বাধীনতা দিবসে বরাবর নতুন চমক নিয়ে হাজির হয় বর্তমানে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক টু হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric)। এবারও তার অন্যথা হচ্ছে…

Ola unveils 4 electric motorcycle concepts

১৫ অগস্ট স্বাধীনতা দিবসে বরাবর নতুন চমক নিয়ে হাজির হয় বর্তমানে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক টু হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric)। এবারও তার অন্যথা হচ্ছে না। এবছর ওলা তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। সেই নিয়ে ক্রেতাদের মধ্যে কৌতুহলের অন্ত নেই। লঞ্চের কিছুদিন আগে ফের টিজার প্রকাশ করে অনুরাগীদের আগ্রহের আগুনে ঘৃতাহুতি দিল ওলা। যেখানে আসন্ন মডলগুলির নানান খুঁটিনাটি সামনে এসেছে। 

উল্লেখ্য, গত বছর স্বাধীনতা দিবসে ওলা (Ola) একসঙ্গে তাদের চারটি ইলেকট্রিক মোটরসাইকেল প্রদর্শন করেছিল। এক বছরের মাথায় এবারে বাজারে সেগুলি লঞ্চ করতে চলেছে ওলা। সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল আসন্ন মোটরসাইকেলের রাইডিংয়ের ছবি প্রকাশ করেছেন। যা দেখে অনুমান করা হচ্ছে, শীঘ্রই এগুলির গণ উৎপাদন শুরু হতে চলেছে। ছবিতে বাইকটির হেডলাইট, সিট এবং টেললাইট দেখানো হয়েছে। 

   

পূর্ব, ওলা ইলেকট্রিক তাদের একটি টিজারে আসন্ন মোটরসাইকেলের হেডলাইট দেখিয়েছিল। এর সঙ্গে টুইন-পড এলইডি হেডলাইট এবং ইউনিক রিয়ারভিউ মিরর অফার করা হয়েছে। টিজার দেখে অনুমান করা হচ্ছে, ওলা সর্বপ্রথম তাদের স্ট্রিট নেকেড ভার্সনের ইলেকট্রিক বাইকটি লঞ্চ করবে। 

ওলার আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেলে কি সেগমেন্টের বৃহত্তম ব্যাটারি দেওয়া হচ্ছে?

ওলার আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেল সম্পর্কে এখনও পর্যন্ত খুব সামান্য তথ্য সামনে এসেছে। এদিকে সংস্থার তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, ওলার নিজস্ব কারখানায় প্রস্তুত করা ব্যাটারি সহ আনা হচ্ছে এই মডেলগুলি। এর আগে আগরওয়াল জানিয়েছিলেন, সবচেয়ে বড় ব্যাটারির সঙ্গে বাইক আনবে ওলা। যা সংস্থার বৃহত্তম ব্যাটারি দেওয়ার জল্পনা উসকে দিয়েছে। 

নয়া মেকওভারে বাজার কাঁপাবে TVS Ntorq, চার নতুনত্ব রঙে এল এই স্কুটি

প্রসঙ্গত, গত বছর ওলার প্রদর্শিত চারটি মোটরসাইকেলগুলি হচ্ছে, Ola Roadster, Adventure, Cruiser ও DiamondHead. গোত্রের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়েছিল এগুলির। প্রতিটি একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।