প্রথম ম্যাচেই গোল, ডার্বি নিয়ে যথেষ্ট আশাবাদী স্টুয়ার্ট

আগামী রবিবার ডুরান্ড কাপের ডার্বি (Durand Cup Derby) ম্যাচ। যেখানে ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তাঁর আগে ইন্ডিয়ান এয়ারফোর্স দলকে বড়…

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

আগামী রবিবার ডুরান্ড কাপের ডার্বি (Durand Cup Derby) ম্যাচ। যেখানে ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তাঁর আগে ইন্ডিয়ান এয়ারফোর্স দলকে বড় ব্যবধানে পরাজিত করেছে সবুজ-মেরুন। প্রথম ম্যাচেই‌ গোল পেয়েছেন গ্ৰেগ স্টুয়ার্ট (Greg Stewart)। ফিটনেসের কথা মাথায় রেখে প্রথম একাদশে তাঁকে না রাখা হলেও পরবর্তীতে এই স্কটিশ ফুটবলারকে নামান বাগান কোচ জোসে মোলিনা।

ধীরে ধীরে দলের সঙ্গে নিজেকে মানিয়ে নেন এই ফুটবলার। বল নিয়ে একাধিকবার হানা দেন প্রতিপক্ষের রক্ষণভাগে। তারপর অতিরিক্ত সময় স্টুয়ার্টের পা থেকে আসে গোল। যা নিয়ে খুশি আপামর বাগান জনতা‌। পাশাপাশি দলের জয়ের জন্য নিজের অবদান রাখতে পেরে খুশি এই তারকা।

   

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’দিন‌ দুয়েক আগেই আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করেছি। তারপর আজ দলের হয়ে পঞ্চাশ মিনিট মাঠে খেলেছি। যেখানে একটি গোল পেয়েছি। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যেখানে আমরা দাপুটে পারফরম্যান্স করে জয় পেয়েছি। সেই নিয়ে আমি প্রচন্ড খুশি।’

সেইসাথে ডার্বি ম্যাচ নিয়ে এই স্কটিশ ফরোয়ার্ড বলেন, ‘আমরা জানি আগামী ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ। শহরের বড় ম্যাচ। আশাকরি আমরা সকলেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আগামী ম্যাচে ও ভালো পারফরম্যান্স করতে চাই।’

বছর কয়েক আগে মুম্বাই সিটি এফসির জার্সিতে আইএসএল খেলেছিলেন গ্ৰেগ স্টুয়ার্ট। সেই বছর দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও অনায়াসেই জয় করেছিল লিগ শিল্ড। সেক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিদেশি ফরোয়ার্ডের। তাই সবদিক মাথায় রেখেই স্টুয়ার্টকে দলে টেনেছে মোহনবাগান।