650cc সেগমেন্টে Royal Enfield-এর একচ্ছত্র আধিপত্য শেষ, নতুন বাইক নিয়ে বড় ঘোষণা BSA-র

গত ১৫ অগস্ট ভারতের বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ হয়েছে বিএসএ গোল্ডস্টার ৬৫০ (BSA Goldstar 650)। এবারে মডেলটির ডেলিভারি শুরু হয়েছে বলে ঘোষণা করল সংস্থা। এদেশে বিএসএ-র (BSA) প্রতিটি ডিলারশিপ থেকেই এই বাইকটি কেনা যাবে। দাম রাখা হয়েছে ২.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। 

Advertisements

BSA Goldstar 650-র ডেলিভারি শুরু হল

   

বিএসএ গোল্ডস্টার ৬৫০ (BSA Goldstar 650) মোট ৬টি কালার অপশনে বেছে নেওয়া যাবে। এর সবচেয়ে সস্তার কালার অপশন দুটি হল ইনসিগনিয়া রেড এবং হাইল্যান্ড গ্রীন। এই দুই ট্রিমের ফুয়েল ট্যাঙ্ক ও ফেন্ডারে বডি কালার দেওয়া হয়েছে। আবার মিরর এবং ইঞ্জিন কম্পোনেন্ট ব্ল্যাক কালারে শোভিত করা হয়েছে। অন্যদিকে মিডনাইট ব্ল্যাক এবং ডন সিলভার পেইন্ট স্কিমের মূল্য ৩.১২ লক্ষ টাকা রাখা হয়েছে। 

শ্যাডো ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের সমগ্র বডিওয়ার্ক এবং সাইকেল পার্টে সম্পূর্ণ কালো রঙ করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কটিও নিকষ কালো রঙে মোড়ানো। এই মডেলটি কিনতে খরচ পড়বে ৩.১৬ লক্ষ টাকা। সবচেয়ে দামি মডেল হচ্ছে লিগেসি এডিশন। ৩.৩৫ লক্ষ টাকা মূল্যের এই ভ্যারিয়েন্ট দর্শনের দিক থেকে ডন সিলভার কালার মডেলের অনুরূপ। তবে বাড়তি হিসেবে এতে মিরর, হ্যান্ডেলবার, বার এন্ড এবং ইঞ্জিন কেসে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে।

Advertisements

Honda-Royal Enfield-এর চাপ বাড়িয়ে সামনের মাসেই নতুন বাইক আনছে Jawa-Yezdi

বিএসএ গোল্ডস্টার ৬৫০-এ উপস্থিত ৬৫২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪৫.৬ বিএইচপি শক্তি এবং ৫৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে যোগ্য সঙ্গত করতে রয়েছে ৫-গতির গিয়ার। ১৮-১৭ ইঞ্চি স্পোক হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল স্প্রিং সাসপেনশনে ছুটবে বাইকটি। ব্রেকিংয়ের জন্য ক্যালিপার সহ সিঙ্গেল ডিস্ক বর্তমান। এর ফুয়েল ট্যাঙ্কটি ১২ লিটারের এবং এর কার্ব ওয়েট ২০১ কেজি। বাজারে বাইকটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Royal Enfield Interceptor 650।