স্পোর্টি বাইক কিনবেন ভাবছেন? Royal Enfield-এর এই মডেলের জন্য অপেক্ষা করে যান

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি ভারতে তাদের নতুন একটি ৪৫০ সিসি মোটোরসাইকেল লঞ্চ করেছে। নাম – রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ (Royal Enfield Guerrilla 450)। এতে…

royal-enfield-guerrilla-450

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি ভারতে তাদের নতুন একটি ৪৫০ সিসি মোটোরসাইকেল লঞ্চ করেছে। নাম – রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ (Royal Enfield Guerrilla 450)। এতে দেওয়া হয়েছে সংস্থার তৈরি ‘শেরপা ৪৫০’ ইঞ্জিন। এবারে এই একই ইঞ্জিনের সাথে আরও একটি নয়া বাইক আনার পরিকল্পনা করছে কোম্পানি। প্রতিবেদন সূত্রে দাবি, এটি গেরিলা ৪৫০-এর স্পোর্টি মডেল হিসেবে আসবে। 

Royal Enfield Guerrilla 450-এর স্পোর্টি ভার্সন আসছে

   

প্রতিবেদনে উল্লেখ রয়েছে, রয়্যাল এনফিল্ডের মুখ্য ডিজাইনার মার্ক ওয়েল মনে করেন, গেরিলা ৪৫০-এর উপর ভিত্তি করে তৈরি স্পোর্ট বাইক আনলে, তা বাজারে সাড়া ফেলবে। এদিকে এর আগে ফাঁস হওয়া নথিতে রয়্যাল এনফিল্ডের একটি ৪৫০ সিসি স্পোর্টি ও সেমি-ফেয়ার্ড মোটরসাইকেলের মডেল দেখা গিয়েছিল। তাই এবারে সংস্থার এমন একটি মডেল আনার জল্পনা আরও জোরদার হয়েছে। 

আবার রয়্যাল এনফিল্ডের স্পোর্টি ও ক্যাফে রেসার বাইক বিদেশের বাজারেও জনপ্রিয়তা অর্জন করবে বলে মত বিশেষজ্ঞদের। বিশেষত, ইউরোপের বাজারে এমন মোটরসাইকেল ভালো বিক্রি হবে। এতে দেওয়া হতে পারে নিও রেসার স্টাইলিং, সেমি ফেয়ারিং, টেল কাউল এবং স্টিকার রাবার সহ ১৭ ইঞ্চি হুইল। এছাড়া থাকতে পারে লো-সেট ক্লিপ-অন হ্যান্ডেলবার ও রিয়ার-সেট ফুট-পেগ।

Bajaj Freedom CNG: একদম সস্তায় সিএনজি বাইক কিনবেন? বাজাজ আনছে নতুন ফ্রিডম

এগিয়ে চলার শক্তি জোগাতে এই স্পোর্টি মোটরসাইকেলে সংস্থার জনপ্রিয় ৪৫২ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিনটিই দেওয়া হতে পারে। তবে এর আউটপুটে ভিন্নতা নজরে পড়বে। বর্তমানে এই বাইক আনার বিষয়টি জল্পনার জায়াগাতেই রয়েছে। কারণ সংস্থার তরফে এ বিষয়ে এখনও কোন নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি। তবে বলা যায়, এমন মডেল বাজারে এলে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করবে।