Ola S1 X কিনুন আর 20,000 টাকা সাশ্রয় করুন, দরাজ হস্তে ছাড় সংস্থার!

এদেশে বেচাকেনার নিরিখ দীর্ঘদিন ধরে শীর্ষস্থান দখল করে রেখেছে বৈদ্যুতিক টু হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric)। ক্রেতাদের হাতে সস্তায় ইলেকট্রিক স্কুটারের চাবি তুলে দেওয়ার…

Ola-S1-X

এদেশে বেচাকেনার নিরিখ দীর্ঘদিন ধরে শীর্ষস্থান দখল করে রেখেছে বৈদ্যুতিক টু হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric)। ক্রেতাদের হাতে সস্তায় ইলেকট্রিক স্কুটারের চাবি তুলে দেওয়ার উদ্দেশ্যে সংস্থা লঞ্চ করেছিল – Ola S1 X। এখন কিনলে খরচ পড়বে মাত্র ৪৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। স্টক খালি করার উদ্দেশ্যে এই সাশ্রয়ী মূল্যের ই-স্কুটারে লোভনীয় ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করল ওলা। চলুন অফারের প্রসঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক।

স্টক যতক্ষণ না শেষ হচ্ছে এই ডিসকাউন্ট অফার চালু থাকবে বলে জানিয়েছে ওলা। টুইট করে অফারের প্রসঙ্গ সর্বসমক্ষে এনেছে সংস্থা। জানানো হয়েছে, অফার কেবলমাত্র S1 X-এর ২ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টে উপলব্ধ। এমনি সময় মডেলটির দাম ৭০,০০০ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে ২০,০০০ টাকা ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে।

   

উল্লেখ্য, S1 X-এর ২ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টটি ফুল চার্জে ৯৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করে বলে দাবি সংস্থার। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিলোমিটার। মূল্য কম হওয়ার দরুণ ওলার লাইনআপের বাকি ভ্যারিয়েন্টগুলির মধ্যে সবচেয়ে কম ফিচার রয়েছে এতে। 

একসঙ্গে পাঁচটি বাইক আনছে KTM, বিস্তারিত জানলে তাজ্জব হবেন!

ওলা’র (Ola) এই বড় অঙ্কের ডিসকাউন্ট দেখে এটি স্পষ্ট তাদের বেচাকেনায় এখন ঘাটতি চলছে। গত মাসে বিক্রিবাটা তাৎপর্যপূর্ণ হারে পড়েছে। যার অন্যতম প্রধান কারণ বিক্রির পরবর্তী পরিষেবা। এই সংক্রান্ত অভিযোগ নিয়ে বহু গ্রাহক সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। বেচাকেনা ফের আগের জায়গায় আনতেই নতুন ডিসকাউন্ট চালু করেছে ওলা।