প্রত্যাশা মতোই আজ ভারতের বাজারে লঞ্চ হল নতুন ইলেকট্রিক মোটরসাইকেল Oben Rorr EZ। ওবেন ইলেকট্রিকের (Oben Electric) জনপ্রিয় ই-বাইক Oben Rorr-এর উপর ভিত্তি করে তুলনামূলক সস্তার মডেল আনছে বলে আগেই নিশ্চিত করেছিল কোম্পানি। সেই মতো আজ বাজারে লঞ্চ করল মডেলটি। দাম রাখা হয়েছে ৯০,০০০ টাকা (এক্স-শোরুম)। জানিয়ে রাখি, এটি মডেলটির ইন্ট্রোডাক্টরি প্রাইস। অর্থাৎ কিছুদিন বাদে বাইকটির দাম বাড়বে তা একপ্রকার নিশ্চিত।
এবার লাদাখ ভ্রমণ আরও সহজ, হাজির হল হোন্ডার এই অ্যাডভেঞ্চার বাইক
Oben Rorr EZ তিন ধরণের ব্যাটারি বিকল্পে বেছে নেওয়া যাবে। যথা – ২.৬ কিলোওয়াট আওয়ার, ৩.৪ কিলোওয়াট আওয়ার ও ৪.৪ কিলোওয়াট আওয়ার। ফিচার হিসাবে এতে দেওয়া হয়েছে একটি এলপিএফ প্রযুক্তি যুক্ত ব্যাটারি। এর মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি মডেলটি ফুল চার্জে ১৭৫ কিলোমিটার পথ চলতে পারবে বলে দাবি করা হয়েছে। আবার ২.৬ কিলোওয়াট আওয়ার ও ৩.৪ কিলোওয়াট আওয়ার মডেল থেকে যাথাক্রমে ১১০ কিলোমিটার এবং ১৪০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। মজার বিষয়, ফাস্ট চার্জার দ্বারা ৮০ শতাংশ চার্জ ৪৫ মিনিট থেকে ১.৫ ঘণ্টায় হয়ে যাবে বলে জানিয়েছে সংস্থা।
Maruti Suzuki Dzire: সামনেই নতুন ভার্সনের লঞ্চ, তার আগে এই বিশেষ ঘোষণা করল মারুতি
প্রতিটি ভ্যারিয়েন্টে শক্তি উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি ৭.৫ কিলোওয়াট মোটর। যা Rorr EZ-কে প্রতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সহয়তা করবে। এর সর্বাধিক টর্ক ৫২ এনএম। আবার শূন্য থেকে ৪০ কিলোমিটার ঘণ্টা প্রতি গতি ৩.৩ সেকেন্ডে তুলতে সক্ষম হবে। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সঙ্গে এতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মোনোশক। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে রয়েছে ডিস্ক-ড্রাম ব্রেক কম্বিনেশন।
নব্বই দশকের স্মৃতি ফেরাল Kawasaki, EICMA-তে উন্মোচিত এই বাইক
ডিজাইনের প্রসঙ্গে বললে, Oben Rorr EZ-এ উপস্থিত একটি গোলাকৃতি হেডল্যাম্প, যা রেট্রো স্টাইল প্রকটে বিশেষভাবে সহায়তা করেছে। এছাড়া রয়েছে স্লিক বডি প্যানেল। ফুয়েল ট্যাঙ্ক থেকে টেল সেকশন সর্বত্রই স্লিক নক্শা পরিলক্ষিত হয়েছে। মোট চারটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে এই বাইক। ফিচার হিসাবে দেওয়া হয়েছে কালার সেগমেন্টেড এলইডি ডিসপ্লে এবং তিনটি রাইডিং মোড। সুরক্ষাজনিত বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া হয়েছে জিও ফেন্সিং, ব্যাটারি থেফ্ট প্রোটেকশন, ভ্যান্ডালিজম প্রোটেকশন, ড্রাইভার অ্য়ালার্ট সিস্টেম এবং একটি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।