অ্যাডভেঞ্চার টুরার বাইকের প্রতি ক্রেতাদের অদম্য ভালোবাসা প্রত্যক্ষ করে একের পর এক মডেল লঞ্চ করছে কোম্পানিগুলি। এবারে মাঠে নামল হোন্ডা। ইতালির মিলানে চলতি বাইক প্রদর্শনী EICMA 2024-এ নতুন ভার্সনে উন্মোচিত হল Honda Transalp XL750। এই দানবাকৃতি বাইকের নয়া ভার্সনের ডিজাইনে আপডেট দেওয়া হয়েছে। এছাড়া নতুন ফিচার যোগ করা হয়েছে।
শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচারসমৃদ্ধ বাইক শীঘ্রই আসছে ভারতে
নতুন Honda Transalp XL750-এ রয়েছে একটি নতুন হেডল্যাম্প। আবার উইন্ড স্ক্রিনেও নতুনত্বের ছোঁয়া বর্তমান। এবারে আগের তুলনায় আরও বেশি বাতাস প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে। অ্যাডভেঞ্চার বাইকটিতে ফিচার হিসাবে দেওয়া হয়েছে ব্লুটুথ সহ একটি ৫-ইঞ্চি টিএফটি ডিসপ্লে এবং আপডেটেড সুইচগিয়ার।
হোন্ডা তাদের এই বাইকের দু’দিকের সাসপেনশনে আপডেট দিয়েছে। এখন Transalp XL750 তিনটি কালার স্কিমে বেছে নেওয়া যাবে। এগুলি হল – রোজ হোয়াইট, পার্ল ডিপ গ্রে এবং গ্রাফাইট ব্ল্যাক।
Maruti Suzuki Dzire: সামনেই নতুন ভার্সনের লঞ্চ, তার আগে এই বিশেষ ঘোষণা করল মারুতি
এছাড়াও Honda Transalp XL750-এর কারিগরি ক্ষেত্রে বিশেষ কোন পরিবর্তন ঘটানো হয়নি। শক্তির উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি ৭৫৫ সিসি, প্যারালাল টুইন মোটর। এটি থেকে ৯,৫০০ আরপিএম গতিতে ৯১.৭ বিএইচপি পাওয়ার এবং ৭,২৫০ আরপিএম গতিতে ৭৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ভারতে Transalp XL750-এর আপডেট ভার্সন লঞ্চ করা হবে। এটি ২০২৫-এ বাজারে হাজির করা হতে পারে।