শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচারসমৃদ্ধ বাইক শীঘ্রই আসছে ভারতে

চলতি EICMA 2024 বাইক শো-তে প্রদর্শিত হয়েছে Hero Xtreme 250R। হিরো মোটোকর্পের (Hero MotoCorp) এই প্রিমিয়াম মোটরসাইকেলটি আদপে একটি স্ট্রিট ফাইটার বাইক। উল্লেখ্য এই মডেলের…

hero xtreme 250r eicma 2024

চলতি EICMA 2024 বাইক শো-তে প্রদর্শিত হয়েছে Hero Xtreme 250R। হিরো মোটোকর্পের (Hero MotoCorp) এই প্রিমিয়াম মোটরসাইকেলটি আদপে একটি স্ট্রিট ফাইটার বাইক। উল্লেখ্য এই মডেলের হাত ধরেই কার্যত ২৫০ সিসি সেগমেন্টে পা রাখল সংস্থা। উক্ত সেগমেন্টে ক্রেতাদের উদ্দীপনা এই নতুন মোটরসাইকেলটি আনতে উৎসাহিত করেছে হিরোকে। চলুন মডেলটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

স্টাইলিংয়ের দিক থেকে, Hero Xtreme 250R একটি সঠিক স্ট্রিটফাইটার বাইকের মতো দেখতে। এর অ্যাঙ্গুলার এলইডি হেডলাইটে ইনসেট এলইডি ডিআরএল যুক্ত রয়েছে। যা বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফুয়েল ট্যাঙ্কটিও বেশ মোটা এবং শক্তিশালী। ট্যাঙ্কের এক্সটেনশনগুলি যথাযথভাবে সংযোজিত হয়েছে এবং এতে অ্যাঙ্গুলার ডিজাইন থিম বজায় রাখা হয়েছে। সাইড ও টেল সেকশনগুলি একক ইউনিটের মতো দেখতে। ভালো লাগার মধ্যে এর শার্প, রেকড টেল সেকশনটি উল্লেখযোগ্য।

   

বাইকটি ডুয়েল টোন কালারে বেছে নেওয়া যাবে – রেড ও হোয়াইট। যা দেখতে চমৎকার। সামগ্রিকভাবে এর লুক যথেষ্ট আকর্ষণীয়। Hero Xtreme 250R এর বডির নিচে রয়েছে একটি স্টিল ট্রেলিস ফ্রেম, যার সঙ্গে সংযুক্ত ৪৩ মিমি ইউএসডি ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন। বাইকটিতে ১৭-ইঞ্চি চাকা ও চওড়া টায়ার ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের জন্য সামনে ও পিছনে ডিস্ক ব্রেক রয়েছে সুইচেবল এবিএস মোড।

আধুনিক ডিজাইনে মোড়া ই-স্কুটার, বাজারে হইচই ফেলতে আসছে হিরো

বাইকটি চালিত হচ্ছে একটি নতুন ২৫০ সিসি, লিকুইড-কুলড, ডিওএইচসি, ৪-ভালভ, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা। যা ৯,২৫০আরপিএম-এ ৩০বিএইচপি এবং ৭,২৫০আরপিএম-এ ২৫এনএম টর্ক প্রদান করতে সক্ষম। ইঞ্জিনটি একটি ছয়-গিয়ার ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। হিরোর দাবি, এই ইঞ্জিন ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতি মাত্র ৩.২৫ সেকেন্ড তুলতে সক্ষম।

নতুন Hero Mavrick 440 আসছে ভারতে, এবারের দর্শন আরও আকর্ষণীয়

ফিচারের দিক থেকে, বাইকটিতে এলইডি লাইট, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ল্যাপ টাইমার রয়েছে। Hero Xtreme 250R বাইকটি কয়েক মাসের মধ্যেই ভারতে আসছে। এর এক্স-শোরুম মূল্য আনুমানিক ২ লাখ থেকে ২.২ লাখ টাকা হতে পারে। প্রতিযোগিতার দিক থেকে, এটি KTM 250 Duke এবং Husqvarna Vitpilen 250-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।