দারুণ অফার! পুজোয় 60,000 টাকা ডিসকাউন্টে কিনুন এই ‘স্টাইলিশ’ ই-বাইক

ভারতের ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারে ওবেন রর (Oben Rorr) একটি অতি জনপ্রিয় মডেল। পুজোর আগে এই ই-বাইকে লোভনীয় ডিসকাউন্টের ঘোষণা করল ওবেন ইলেরট্রিক (Oben Electric)। দশেরা…

Oben Rorr discount

ভারতের ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারে ওবেন রর (Oben Rorr) একটি অতি জনপ্রিয় মডেল। পুজোর আগে এই ই-বাইকে লোভনীয় ডিসকাউন্টের ঘোষণা করল ওবেন ইলেরট্রিক (Oben Electric)। দশেরা উপলক্ষ্যে কোম্পানি তাদের এই বাইকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা বেনিফিট দেওয়ার কথা জানিয়েছে। এই ফেস্টিভ অফার আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ১২ অক্টোবর, ২০২৪ পর্যন্ত। চলুন অফারের প্রসভঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Oben Rorr ইলেকট্রিক মোটরসাইকেলে অফার

   

ওবেন রর এখন ৩০,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। ছাড়ের কারণে এই বাইকের বর্তমান এক্স-শোরুম মূল্য দাঁড়িয়েছে ১.২০ লক্ষ টাকা। মডেলটিতে রয়েছে পাঁচ বছরের জন্য ওয়ারেন্টি। আবার এই ই-বাইক কিনলে ক্রেতারা জিতে নিতে পারেন iPhone 15, iPad Mini এবং Sony হেডফোন।

সবচেয়ে আকর্ষণের বিষয়, “দশেরা ধামাল দিবস” উপলক্ষ্যে ক্রেতারা Rorr ইলেকট্রিক মোটরসাইকেলে কিনলে সর্বাধিক ৬০,০০০ টাকা জিতে নিতে পারেন বলে জানিয়েছে কোম্পানি। যার ফলে মডেলটি ৯০,০০০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। বেঙ্গালুরু, দিল্লি এবং পুণের ডিলারশিপগুলিতে আগামী ৬ অক্টোবর এই স্পেশাল ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।

ম্যাক্সি স্কুটার দিয়েই মাত দেবে ইয়ামাহা, পুজোতেই লঞ্চ হতে পারে

অফারের প্রসঙ্গে ওবেন ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা মধুমিতা আগরওয়াল বলেন, “ওবেন ইলেকট্রিকের পক্ষ থেকে আমরা সর্বদা আমাদের গ্রাহকদের কাছে আকর্ষণীয় অফার আনার উপায় সন্ধান করি।” তিনি জানান, এই উৎসবের মরশুমে তাদের বৈদ্যুতিক মোটরসাইকেলের পারফরম্যান্স, সুরক্ষা এবং স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। পাশাপাশি এই নয়া অফারের ফলে ইলেকট্রিক মোটরসাইকেলের বিক্রি আরও বৃদ্ধি পাবে বলেই আশাবাদী সংস্থা।