আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে পা রাখতে চলেছে নতুন প্রজন্মের Yamaha Nmax 155। জানিয়ে রাখি, এটি একটি ম্যাক্সি স্কুটার। ২০২৫-এর শুরুতেই ভারতের বাজারে এই স্কুটি লঞ্চ হতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে। আবার এ বছর পুজোতে যদি লঞ্চ হয়, সেক্ষেত্রেও বিশেষ অবাক হওয়ার কিছু নেই। কারণ বিক্রি বাড়াতে সংস্থা এটি করতেই পারে।
Yamaha’s Call of the Blue 4.0 India অভিযানের আওতায় নয়া ভার্সনের Nmax 155-এর উপর থেকে পর্দা সরানো হয়েছিল। আবার 2024 Bharat Mobility Expo-তেও উন্মোচিত হয়েছিল মডেলটি। আসলে দেশের বাজারে ম্যাক্সি স্কুটারের প্রতি ক্রেতাদের ঝোঁক বাড়তে দেখেই Yamaha Aerox 155-এর পর এবারে আরও একটি নয়া মডেল আনা হচ্ছে।
Yamaha Nmax 155-এ শক্তির উৎস হিসেবে থাকছে একটি ১৫৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এই একই ইঞ্জিন Aerox 155, R15 V4 এবং MT-15-এও রয়েছে। এটি থেকে সর্বোচ্চ ১৪.৯ বিএইচপি শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক পাওয়া যায়। মোটরের সঙ্গে সংযুক্ত একটি সিভিটি গিয়ারবক্স।
বড় ব্যাটারি সহ লঞ্চ হল নেক্সন ইভি, এক চার্জে চলবে 489 কিমি
Yamaha Nmax 155-এ থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক অ্যাবজর্বার। ভারতের বাজারে এই স্কুটির দাম ১.৬ লক্ষ থেকে ১.৭ লক্ষ টাকা ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে আসন্ন Hero Xoom 160।