ডিজাইন ও ফিচারে চমক সহ সেপ্টেম্বরে আসছে নতুন Hero Destini 125, নিশ্চিত করল সংস্থা

পুজোর আগে নতুন স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে আর ক’দিন অপেক্ষা করে যান। কেন শুনবেন? কারণ দেশের বৃহত্তম দু’চাকার গাড়ি সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp)…

Hero-Destini-125

পুজোর আগে নতুন স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে আর ক’দিন অপেক্ষা করে যান। কেন শুনবেন? কারণ দেশের বৃহত্তম দু’চাকার গাড়ি সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) আনতে চলেছে একটি নতুন ভার্সনের ১২৫ সিসি স্কুটার। এটি হচ্ছে – হিরো ডেসটিনি ১২৫ (Hero Destini 125)। ক’দিন আগেই মডেলটির নয়া প্রজন্মের পেটেন্ট ছবি ফাঁস হয়েছিল অনলাইনে। ফলে বাজারে লঞ্চের জল্পনা শুরু হয়েছিল। এবারে তাতে সিলমোহর দিল হিরো। সেপ্টেম্বরে স্কুটারটির লঞ্চ ইভেন্টে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি আমন্ত্রণ পত্র প্রকাশ করেছে সংস্থা। তবে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। 

Hero Destini 125-তে কেমন পরিবর্তন থাকছে

   

নতুন সংস্করণের হিরো ডেসটিনি ১২৫ এবার পুজোয় বেচাকেনা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করবে বলে আশাবাদী সংস্থা। এর ডিজাইন, ইঞ্জিন ও অন্যান্য ফিচারে আপডেট দেওয়া হতে পারে। ফাঁস হওয়া ছবিতে রেট্রো ডিজাইন দেখা গিয়েছে। এতে রয়েছে অতিরিক্ত ল্যাম্পের সঙ্গে স্লিপার টেল ল্যাম্প ইউনিট। আবার এক্সটার্নাল ফুয়েল ফিলিংয়ের জন্য দেওয়া হয়েছে নতুন লিড। ফ্ল্যাট সাইড বডি প্যানেল দেওয়া হয়েছে। এছাড়া থাকতে পারে নতুন হ্যান্ডেলবার, নয়া হেডল্যাম্প ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প, টেলল্যাম্প ও ইন্ডিকেটর। আবার ডুয়েল টোন থিমের সঙ্গে প্রিমিয়াম কালার অপশন দেওয়া হতে পারে। 

Hero Destini 125 : স্পেসিফিকেশন

উপরিউক্ত পরিবর্তনগুলি ছাড়া হিরো ডেসটিনি ১২৫-এর পাওয়ারট্রেনে কোন বদল ঘটানো হবে না বলেই অনুমান। আগের মতই একটি ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে ছুটবে এটি। যার আউটপুট ৯ বিএইচপি এবং ১০.৪ এমএম টর্ক। এতে সংযুক্ত একটি সিভিটি গিয়ারবক্স। সাসপেনশন হিসেবে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক ইউনিট। 

মাত্র 1 টাকায় করুন বুকিং, ওকায়া’র ই- স্কুটার কিনলেই পাওয়া যাচ্ছে 31,000 টাকা ছাড়

বাজারে হিরো ডেসটিনি ১২৫-এর প্রতিদ্বন্দ্বীদের তালিকায় উপস্থিত Suzuki Access 125, Suzuki Burgman Street 125, TVS Jupiter 125 ও Honda Activa 125। বর্তমানে এই মডেলটির বাজারমূল্য ৮০,০৪৮ টাকা থেকে শুরু করে ৮৬,৫৩৮ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। নয়া ভার্সনের দাম ৮৪,০০০ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।