বাজার তোলপার করতে Maruti Suzuki Dzire এবার নতুন অবতারে আসছে, শুরু হল বুকিং

সেডান গাড়ির চাহিদা দিনদিন তলানিতে ঠেকছে। বর্তমানে বাজার কাঁপাচ্ছে এসইউভি (SUV) মডেলগুলি। এই গাড়ির দৌরাত্মে ম্লান হচ্ছে সেডান মডেলের চাহিদা। কিন্তু তা সত্ত্বেও উক্ত সেগমেন্টে…

Maruti Suzuki Dzire update version will come

সেডান গাড়ির চাহিদা দিনদিন তলানিতে ঠেকছে। বর্তমানে বাজার কাঁপাচ্ছে এসইউভি (SUV) মডেলগুলি। এই গাড়ির দৌরাত্মে ম্লান হচ্ছে সেডান মডেলের চাহিদা। কিন্তু তা সত্ত্বেও উক্ত সেগমেন্টে একচ্ছত্র আধিপত্য চালিয়ে যাচ্ছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। তাদের একটি মডেল প্রতি মাসে সর্বাধিক বিক্রি হয়। এটি হচ্ছে Maruti Suzuki Dzire। এবারে এই গাড়ির নতুন ভার্সন আনতে চলেছে ইন্দো-জাপানি সংস্থা। আগামী ১১ নভেম্বর ভারতের বাজারে পা রাখতে চলেছে মডেলটি। তার আগেই এর অগ্রিম বুকিং চালুর কথা ঘোষণা করল মারুতি সুজুকি। 

উল্লেখ্য, সেই ২০০৮ সালে ভারতের বাজারে প্রথম লঞ্চ করেছিল Maruti Suzuki Dzire। গত আট বছরে গাড়িটি সেভাবে কোন আপডেট পায়নি। এবারে তাৎপর্যপূর্ণ আপডেট সহ হাজির হতে চলেছে চতুর্থ প্রজন্মের এই গাড়ি। কোম্পানি জানিয়েছে, মাত্র ১১,০০০ টাকার বিনিময়ে এটি বুক করা যাচ্ছে। সংস্থার যে কোন এরিনা শোরুম থেকেই চলছে বুকিং। আবার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অর্ডার করা যাচ্ছে।

   

জানিয়ে রাখি, মাঝারি আকারের সেডান গাড়ির দুনিয়ায় Maruti Suzuki Dzire একটি অপ্রতিদ্বন্দ্বী মডেল। বাজারে গাড়িটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Honda Amaze। এটিও শীঘ্রই আপডেট পেতে চলেছে। কী থাকছে এই গাড়িতে, চলুন জেনে নেওয়া যাক।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা, Royal Enfield আনছে প্রথম ইলেকট্রিক বাইক, কেমন হবে…

একাধিক স্পাই শটে গাড়িটির আকর্ষণীয় ডিজাইনের দেখা মিলেছে। অর্থাৎ এক্সটিরিয়রে এটি ব্যাপক আপডেট পেয়েছে। এবারে আরও আধুনিক গ্রিল, আপডেটেড লাইটিং এবং নতুন অ্যালয় হুইল পাচ্ছে। পেছনে রয়েছে ভিন্ন ডিজাইনের স্টাইলিং এবং শার্ক ফিন অ্যান্টেনা। এছাড়া থাকছে বৃহৎ ফ্রি স্ট্যান্ডিং ৯-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সানরুফ, ৩৬০ ডিগ্রী ক্যামেরা এবং টপ ভার্সনে লেদারেট সিট। অনুমান করা হচ্ছে, গাড়িটি থ্রি সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন সহ হাজির হবে। এর দাম ৭-১০.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।