বর্তমানে আমাদের দেশে যে সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো মারুটি সুজুকি। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় রাস্তায় নিজের রাজত্ব দেখাচ্ছে এই গাড়ি নির্মাণকারী সংস্থা। সাধারণ মানুষের কাছে অতি পছন্দের মারুতি সুজুকি। সমীক্ষা বলছে ভারতে যে সমস্ত গাড়ি রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করে গিয়েছে মারুতি সুজুকি নির্মিত গাড়ি।
সাধারণ মানুষের কাছে দামি কম এবং ভালো পারফরমেন্স যুক্ত গাড়ি মানেই হলো মারুতি সুজুকি। তবে মধ্যবিত্ত পরিবারের গাড়ি কেনার ইচ্ছা থাকলেও চট করে গাড়ি কিনতে পারেন না তার কারণ অবশ্য গাড়ির দাম। কিন্তু এবার মারুতি সুজুকি নিয়ে এলো এক দুর্দান্ত অফার। যার ফলে আপনি বাঁচিয়ে ফেলতে পারবেন আপনার কয়েক হাজার টাকা।
সাম্প্রতিক সময়ে আমাদের দেশে মারুতি সুজুকি নির্মিত যে সমস্ত গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হলো Maruti Celerio। আর এবার এই গাড়িতেই আপনি পেয়ে যাবেন প্রায় ৫৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই অফারটি শুধুমাত্র ৩১শে জুলাই পর্যন্ত।
এই গাড়িতে আপনি পেয়ে যাবেন ৬৬ বিএইচপি ইঞ্জিন একই সাথে আপনি পেয়ে যাবেন প্রায় ২৬ কিলোমিটার মাইলেজ। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকেও অনেকটাই এগিয়ে Maruti Celerio। বর্তমানে ভারতীয় বাজারে এই গাড়িটির মোট তিনটি ভেরিয়েন্ট রয়েছে। যার মধ্যে আপনি পেয়ে যাবেন ৩০ হাজার টাকা থেকে শুরু করে 56 হাজার টাকা পর্যন্ত ছাড়।