HomeBusinessAutomobile NewsTriumph Daytona 660 দেখে ভীত Kawasaki, তড়িঘড়ি এই বাইকে বিশাল ডিসকাউন্টের ঘোষণা

Triumph Daytona 660 দেখে ভীত Kawasaki, তড়িঘড়ি এই বাইকে বিশাল ডিসকাউন্টের ঘোষণা

- Advertisement -

মুড়িমুড়কির মত ডিসকাউন্টের ঘোষণা করে চলেছে প্রিমিয়াম মোটরসাইকেলের প্রসিদ্ধ নির্মাতা কাওয়াসাকি ইন্ডিয়া (Kawasaki India)। Ninja 500-এর পর এবার কাওয়াসাকি নিনজা ৬৫০-এ (Kawasaki Ninja 650) আকর্ষণীয় অফার নিয়ে এল। শুনলে অবাক হবেন, জাপানি সংস্থার এই মোটরসাইকেলটি এখন ২৫,০০০ টাকা  ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। মডেলটির এক্স-শোরুম মূল্যের উপর দেওয়া হচ্ছে এই ছাড়। বাইকটির বর্তমান বাজারমূল্য ৭.১৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। 

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ১ সেপ্টম্বর থেকে ৩০ সেপ্টম্বর পর্যন্ত বৈধ থাকবে এই অফার। উল্লেখ্য, সম্প্রতি বাজারে Triumph Daytona 660 লঞ্চ হয়েছে। এর কিছুদিনের মধ্যে কাওয়াসাকি নিনজা ৬৫০-এ এই অফারের ঘোষণা বিশেষ অর্থবহ বলেই মনে করা হচ্ছে। 

   

এই মাঝারি ওজনের স্পোর্ট-টুরার বাইকে যে এই প্রথম অফারের ঘোষণা করা হয়েছে তেমনটি একেবারেই নয়। এর আগে ২০২৪-এর মার্চেও ৩০,০০০ টাকা ছাড় দিয়েছিল কাওয়াসাকি। আসন্ন উৎসবের মরশুমের কথা বিবেচনা করেই ফের ডিসকাউন্টের ডালি সাজিয়ে হাজির হয়েছে কোম্পানি। 

ডুয়েল-ক্লাচ অটোমেটিক গিয়ার সহ লঞ্চ হল টাটার নয়া গাড়ি, এখন কিনলে বিশেষ ছাড়

প্রসঙ্গত, কাওয়াসাকি নিনজা ৬৫০ (Kawasaki Ninja 650) একটি ৬৪৯ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিনে ছোটে। এটি থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৬৭ বিএইচপি শক্তি এবং ৬,৭০০ আরপিএম গতিতে ৬৪ এনএম টার্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স। ফিচারের মধ্যে এতে রয়েছে ট্রাকশান কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস।। ডিসকাউন্ট যোগ করে এই বাইকের এখনকার দাম দাঁড়িয়েছে ৬.৯১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Triumph Daytona 660।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular