প্রকাশ্যে RunR Mobility HS EV, এক চার্জেই ছুটে যাবে ১১০ কিলোমিটার

RunR Mobility HS EV: বর্তমানে গোটা বিশ্বে বাজার করেছে বিভিন্ন নামি দামি সংস্থার বিদ্যুৎ চালিত গাড়ি এবং স্কুটার। সেই দিক থেকে পিছিয়ে নেই ভারতও। ইতিমধ্যেই…

electric-scooter

RunR Mobility HS EV: বর্তমানে গোটা বিশ্বে বাজার করেছে বিভিন্ন নামি দামি সংস্থার বিদ্যুৎ চালিত গাড়ি এবং স্কুটার। সেই দিক থেকে পিছিয়ে নেই ভারতও। ইতিমধ্যেই ভারতে বিভিন্ন সংস্থা নিয়ে এসেছে তাদের ব্যাটারি চালিত স্কুটার। বর্তমানে পরিবেশ দূষণ গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ যত দিন যাচ্ছে যানবাহনের সংখ্যা বাড়তে থাকছে যার ফলে পরিবেশ দূষণ মাত্রা ছাড়িয়েছে রীতিমতো।

তাই পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে একমাত্র ভরসা বিদ্যুৎ চালিত গাড়ি। সেদিকে নজর রেখে টাটা মোটরস, মারুতির মতো ভারতীয় সংস্থা বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণের উপর জোর দিয়েছে। তাছাড়া বাজার চেয়ে রয়েছে বিভিন্ন ব্যাটারি চালিত স্কুটার। ঠিক সেই রকমই এক ব্যাটারি চালিত স্কুটার নির্মাণকারী সংস্থা হলো RunR Mobility।

সম্প্রতি তারা নতুন একটি স্কুটার বাজারে নিয়ে এসেছে, যার নাম দেওয়া হয়েছে HS EV। সংস্থা তরফ থেকে জানা গিয়েছে এই ব্যাটারী চালিত স্কুটার দাম রাখা হয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে। শুধু তাই নয়, পাশাপাশি মিলবে ভর্তুকি অর্থাৎ ১ লক্ষ ৩০ হাজার থেকে অনেকটা কমই মিলবে এই গাড়ি।

এখন দেখে নেওয়া যাক গাড়ির ফিচারগুলি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তৈরি নতুন স্কুটারের মধ্যে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির BLDC মোটর। যা আগের থেকে অনেকটাই বেশি শক্তিশালী। সাথে থাকবে ৪০ এমএইচ এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যা একবার চার্জেই ছুটে যাবে ১১০ কিলোমিটার। অন্যদিকে থাকছে এলইডি হেড লাইটের মতো সুবিধা।