Hero আনছে শক্তিশালী 250cc বাইক, থাকছে আধুনিক ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিন

Hero MotoCorp চলতি বছরে EICMA 2024-এ নতুন মডেলের বাইক নিয়ে হাজির হচ্ছে। এবার তারা নতুন বাইকের টিজার প্রকাশ করেছে। যা মূলত গত বছরের EICMA-তে প্রদর্শিত…

Hero-2.5R-Xtunt-based-bike

short-samachar

Hero MotoCorp চলতি বছরে EICMA 2024-এ নতুন মডেলের বাইক নিয়ে হাজির হচ্ছে। এবার তারা নতুন বাইকের টিজার প্রকাশ করেছে। যা মূলত গত বছরের EICMA-তে প্রদর্শিত Hero 2.5R Xtunt-এর ওপর ভিত্তি করে তৈরি। টিজারে দেখা যাচ্ছে, একটি নিচু হেডল্যাম্প, যার সঙ্গে একটি H-আকৃতির LED ডে-টাইম রানিং ল্যাম্প ও প্রোজেক্টর সেটআপ রয়েছে। বাইকের সামনে গোল্ডেন রঙের আপসাইড-ডাউন ফর্ক এবং স্প্লিট সিট সেটআপও বর্তমান। 

   

এই বাইকে সামনের এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। যার সাঙ্গে থাকবে ডুয়েল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS)। তবে এখনও নিশ্চিত করা হয়নি, এই মডেলে সুইচেবল এবিএস দেওয়া হবে কি না। 

রয়্যাল এনফিল্ড আনল প্রথম ইলেকট্রিক বাইক, ডিজাইন মন জিতে নেবে

নতুন বাইকটির নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সম্ভাবনা রয়েছে যে এটি “Xtreme 250R” নামে আসতে পারে। জানিয়ে রাখি, Hero আগেও Xtreme সিরিজের বেশ কিছু আগ্রাসী ডিজাইনের নেকেড বাইক লঞ্চ করেছে।

চলবে জোর লড়াই! Dzire-কে টেক্কা দিতে আসছে নতুন Honda Amaze

Hero 2.5R Xtunt: ইঞ্জিন ও স্পেসিফিকেশন

Hero 2.5R Xtunt-ভিত্তিক এই নতুন বাইকে থাকবে একটি নতুন ২৫০ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। যা DOHC সেটআপ সহ আসবে। ইঞ্জিনের পাওয়ার আউটপুট এখনও জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে, এটি ৩০ বিএইচপি’র নিচে এবং ২৫ এনএম টর্ক দিতে পারে। প্রসঙ্গত, Karizma XMR-এর ২১০ সিসি লিকুইড-কুলড ইঞ্জিনটি ৯,২৫০ আরপিএম-এ ২৫ বিএইচপি এবং ৭,২৫০ আরপিএম-এ ২০ এনএম টর্ক উৎপাদন করে। যা একটি ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। নতুন ২৫০ সিসি বাইকেও এই গিয়ারবক্সই থাকতে পারে বলে আশা করা হচ্ছে। 

Mahindra আনছে দুটি ইলেকট্রিক এসইউভি, মাসের এদিন লঞ্চ

Hero 2.5R Xtunt: ডিজাইন ও পেটেন্ট

Hero MotoCorp ইতিমধ্যেই এই নতুন বাইকের ডিজাইন পেটেন্ট দাখিল করেছে। লঞ্চের সম্ভাব্য সময়কাল আসন্ন কয়েক মাসের মধ্যে হতে পারে। এতে থাকবে একটি ট্রেলিস ফ্রেম, এবং সামনে আপসাইড-ডাউন ফর্ক এবং পিছনে অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশনের দেখা মিলবে। সামনের ও পিছনে উভয় চাকার জন্য ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং বাইকে ডুয়েল-চ্যানেল এবিএস বর্তমান।