শুয়ে শুয়েই iPhone-এ চার্জ দেন? সাবধান! বড় সতর্কবানী Apple-এর

আপনি কি ফোন চার্জিংয়ের পাশেই শুয়ে থাকেন? একদিকে ফোন চার্জ হচ্ছে, আর পাশেই আপনি শুয়ে রয়েছেন? অ্যাপেল সংস্থার (Apple) তরফে সতর্ক করা হচ্ছে। একটি ঘোষণা…

আপনি কি ফোন চার্জিংয়ের পাশেই শুয়ে থাকেন? একদিকে ফোন চার্জ হচ্ছে, আর পাশেই আপনি শুয়ে রয়েছেন? অ্যাপেল সংস্থার (Apple) তরফে সতর্ক করা হচ্ছে। একটি ঘোষণা করে সংস্থা ফোন চার্জিং এর মতো গুরুতকপূর্ণ বিষয় নিয়ে ব্যক্ষ্যা করেছে। এছাড়াও ঘোষণায় ব্যবহারকারীদের উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে চার্জিং কেবলের সঙ্গে কোনও ডিভাইস কানেক্ট করা অবস্থায় তার পাশেই শুয়ে থাকা কতটা বিপজ্জনক।

ফোন চার্জ হতে হতেই তার পাশে শুয়ে থাকলে কী কী হতে পারে? অ্যাপেলের তরফে বলা হচ্ছে চার্জিং ডিভাইসের পাশে শুয়ে থাকলে লাগতে পারে ইলেক্ট্রিক শক, আগুন, আঘাত বা ফোন বা অন্য কিছুর ক্ষতি। এই সব কিছু থেকে রেহাই পেতে অ্যাপেল জানাচ্ছে ফোন চার্জ দিতে হবে ক্যাবিলের সাহায্যে এবং সেই ক্যাবিল থাকতে হবে ভালো ভেন্টিলেশন-যুক্ত এলাকায়।

   

চাদর বা বালিশের তলায় খবরদার চার্জ করবেন না আপনার ফোন। এর ফলে ফোনটি অত্যাধিক গরম হয়ে জেতে পারে। পরিস্কার ভাবে অ্যাপেলের তরফে বলা হয়েছে, “কোনও ডিভাইস, পাওয়ার অ্যাডাপ্টার বা ওয়্যারলেস চার্জজের সময় ঘুমাবেন না এবং পাওয়ার উত্সের সাথে সংযুক্ত থাকা অবস্থায় এগুলিকে কম্বল, বালিশ বা আপনার শরীরের নীচে রাখবেন না।“

অ্যাপেলের তরফে থার্ড-পার্টি চার্জার বা কম দামি চার্জার ব্যবহারের নেতিবাচক দিকের কথাও তুলে ধরা হয়েছে। এই সস্তার বিকল্প চার্জারগুলোয় নেই সুরক্ষা মান যা অ্যাপেলের সমস্ত প্রোডাক্টে পাওয়া যায়। অ্যাপেলের তরফ থেকে ‘Made for iPhone’ কেবল ব্যবহারে জোর দিতে বলেছে। এতে রয়েছে আন্তর্জাতিক মানের সুরক্ষার মান।

অ্যাপেল এছাড়াও কোনও তরল বা জলের পাশে বা কাছাকাছি ফোনের চার্জ করতে বারণ করেছে। খারাপ হয়ে যাওয়া চার্জার বর্জন করতে পরামর্শ দিয়েছে অ্যাপেল। ক্যাবেল, চার্জার বা চার্জিংয়ের সমইয় যদি আদ্রর্তার উপস্থিতি থাকে, তাহলে তা থেকে আগুন ধরে যেতে পারে।