Jadavpur University: স্বপ্নদীপ মৃত্যুর তদন্ত রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় UGC অসন্তুষ্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করছে। ইতিমধ্যেই তারা ইউজিসির কাছে একটি রিপোর্টও পাঠিয়েছে। তবে ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের…

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করছে। ইতিমধ্যেই তারা ইউজিসির কাছে একটি রিপোর্টও পাঠিয়েছে। তবে ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের রিপোর্টে তীব্র অসন্তোষ ইউজিসি-র।

গত ১৫ ই আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্পষ্টতই জানিয়েছিলেন যে, UGC এর প্রতিনিধিদের বুধবার আসার কথা থাকলেও তারা আসছেন না কারণ, তাদের যে তদন্তকারী কমিটি রিপোর্ট গঠন করেছে সেই রিপোর্ট পাঠানোর জন্য UGC সন্তুষ্ট। দফায় দফায় পাঠাতে হবে সেই রিপোর্ট।

কিন্তু এখন দেখা যাচ্ছে, ১৬ আগস্ট অর্থাৎ গতকাল UGC এর তরফ থেকে একটি মেইল পাঠানো হয়েছে। এবং সেই রিপোর্টে কড়া ভাষায় বলা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত চলছে সেই তদন্তে তারা সন্তুষ্ট নন। তারা ১২ দফার কোয়ারি রেখেছেন।

সেই মত তারা জানিয়েছেন, যারা নতুন স্টুডেন্ট ঢুকেছেন তাদের সঙ্গে কথা বলা, সিনিয়রদের সঙ্গে নতুন স্টুডেন্টদের বসিয়ে কাউন্সিলিং করানো। এমনকি যে ছাত্রের মৃত্যু হয়েছে সে যেই হোস্টেলে থাকতেন তার এবং তার অভিভাবকদের সই করা ডকুমেন্ট সেখানে রয়েছে কিনা এই সমস্ত কিছু পাঠাতে হবে UGC এর কাছে।

এই ১২ টি প্রশ্নের উত্তর যদি ইউজিসি না পায় তাহলে UGC ৯.৪ ক্লজে ব্যবস্থা নিতে পারেন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। তাদের সংশ্লিষ্ট আধিকারিক মনীশ যোশী জানিয়েছেন, তিনি রেজিস্টারকে উদ্দেশ্য করে যে চিঠি পাঠিয়েছেন তার একটি কপি রাজভবনেও পাঠিয়েছেন।