Electric Saver Device: ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করতে শুরু করেছে বর্ষা কিন্তু তাতেও স্বস্তি নেই। কারণ যে হারে গরম বাড়ছে তাতে সাধারণ মানুষের টিকে থাকা কার্যত দায় হয়ে উঠছে। গরমে নিজেকে ঠান্ডা রাখতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। আর বাড়ি ঢুকেই ফ্যান থেকে শুরু করে এসি কুলার সবই চালিয়ে ফেলছেন।
তবে মধ্যবিত্ত বাড়িতে ফ্যান থাকলেও এসি দেখা খুব একটা মেলে না। তার কারণ অবশ্য এসির দাম এবং বিদ্যুতের বিল। অন্যদিকে ফ্যান সাময়িক স্বস্তি দিলেও বেলা বাড়ার সাথে সাথেই সিলিং ফ্যান থেকেও গরম তাপ নামতে শুরু করে অন্যদিকে কুলারের মধ্যে রয়েছে বারবার জল পরিবর্তন করার ঝামেলা।
তাই বেশিরভাগ মানুষই এসির দিকে নজর দেন। কিন্তু একমাস এসি চালানোর পরে যে হারে বিল আসে তাতে সাধারণ মানুষের। তবে সম্প্রতি ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন একটি দুর্দান্ত গেজেট নিয়ে এসেছে। যার মাধ্যমে আপনার বাড়ির বিদ্যুতের বিল এক ধাক্কায় অর্ধেক হয়ে যাবে।
ইলেকট্রিক সেভার ডিভাইস নামের এই যন্ত্রটির দাম মাত্র ৮০০ টাকা যে আপনি খুব সহজেই amazon এ পেয়ে যাবেন। ডিভাইসটি কিনে শুধু বাড়ির মেন লাইনের সাথে ফিট করে দিতে হবে টেকনিশিয়ান ডেকে। তারপর আর চিন্তা নেই ডিভাইসটি নিজে থেকেই আপনার বাড়ির বিল আগের থেকে অনেকটাই সাশ্রয় করবে।