বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙ্কারহিলের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন হওয়ার পথে সাদা-কালো শিবিরের। গত কয়েকদিন ধরে ঠিক তেমনটাই শোনা যাচ্ছে ক্লাবের অন্দর থেকে। তাহলে কে হবে নতুন ইনভেস্টর? এক্ষেত্রে বিগত কয়েকদিন ধরেই উঠে আসছে “টয়াম” নামক একটি সংস্থার কথা। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন এই লগ্নিকারী সংস্থার হাত ধরেই নাকি আইএসএল খেলার স্বপ্ন দেখছে মহামেডান স্পোর্টিং ক্লাব। যারফলে, বাঙ্কারহিল যে আগামী মরশুমে আর দায়িত্বে থাকবে না তা একপ্রকার নিশ্চিত। তবে পুরোনো ইনভেস্টর না থাকলেও থেকে যাবেন বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং (Deepak Kumar Singh)।
গত রবিবার বিকেলের দিকে টয়াম কোম্পানির কর্তাদের সঙ্গে নাকি একপ্রস্থ আলোচনা পর্ব চালিয়েছেন সাদা-কালো ম্যানেজমেন্টের কর্তারা। যতদূর খবর, গোটা দলের মোট ৫১ শতাংশ শেয়ার নিজের কাছে টানতে চাইছে টয়াম সংস্থা। পূর্বে দলের মোট ৫০ শতাংশ শেয়ার ছাড়তেই রাজি ছিলেন মহামেডান কর্তারা। যারফলে, পরবর্তীতে নিজেদের মধ্যে বিশেষ বৈঠকে বসে রেড রোডের এই ক্লাব। ঠিক হয় মোট ৫১ শতাংশ শেয়ার ছাড়তে রাজি তারা।
যারফলে, পরবর্তী সময়ে এই নতুন সংস্থার সঙ্গে বৈঠকে বসে ক্লাব। তবে বাঙ্কারহিল কে বিদায় জানানো হলেও ক্লাবের দায়িত্বে থেকে যাচ্ছেন দীপক কুমার সিং। বিশেষ সূত্র মারফত খবর, নতুন ইনভেস্টর ও ক্লাব কর্তাদের নিয়ে যে কোম্পানি তৈরি হবে তার সিই হিসেবে দায়িত্ব পালন করতে পারেন দীপক কুমার সিং। তাছাড়া ক্লাবের কার্যকরী কমিটির সদস্য হওয়ার দরুন রেড রোডের এই প্রধানের দায়িত্ব পালন করতে পারেন বাঙ্কারহিলের এই কর্তা।