শেষ হিরো ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে হায়দরাবাদ এফসি। শুরু থেকে একেবারে গ্রুপ পর্বের শেষ পর্যন্ত দাপট দেখালেও শেষটা খুব একটা ভালো হয়নি মানালোর ছেলেদের। নক আউট পর্ব পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও সেমিফাইনালে ট্রাইবেকারে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের।
তবে গোটা মরশুমে দল যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে খুশি সকলেই। তবে পরবর্তীতে ক্লাবে আর্থিক সমস্যা দেখা দেওয়ায় দল ছাড়তে শুরু করেন একের পর এক ফুটবলার। এমনকি অধিকাংশ ফুটবলার কে রিলিজ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয় ক্লাবের তরফ থেকে। যারফলে, গত মরশুমের শেষেই ফ্রি এজেন্ট হয়ে যান হায়দরাবাদ দলের অন্যতম মিডফিল্ডার বোরহা হেরেরা। সেই সুযোগ কে কাজে লাগিয়েই এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে কথাবার্তা শুরু করে ইমামি ইস্টবেঙ্গল। এবার তাকেই সই করালো মশাল ব্রিগেড।
অবশেষে আজ সেই ঘোষণা করা হয় ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে। এই প্রসঙ্গে ইমামি কর্তা দেবব্রত মুখার্জী বলেন, আইএসএল টুর্নামেন্টের ক্ষেত্রে বোরহা হেরেরা যথেষ্ট সঙ্গবদ্ধ ফুটবলার। তার অভিজ্ঞতার পাশাপাশি অধিনায়কত্ব করার মানসিকতা আমাদের দলকে যথেষ্ট শক্তি দেবে। পাশাপাশি তার উপস্থিতি মাঠে যথেষ্ট প্রভাব ফেলবে। অন্যদিকে ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে একটি মরশুমের জন্য যুক্ত হয়ে যথেষ্ট খুশি এই স্প্যানিশ ফুটবলার। মূলত কলকাতা ডার্বি খেলার জন্য যথেষ্ট মুখিয়ে রয়েছেন এই তারকা।
লাল-হলুদে যোগ দিয়েই তিনি জানান, “ভারতবর্ষের মাটিতে আমার ফুটবল ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যথেষ্ট উৎসাহিত। মানালো মার্কুজের তত্ত্বাবধানে হায়দরাবাদ এফসিতে একটি সুন্দর অধ্যায় শেষ করার পর এবার কলকাতায় এসে লাল-হলুদ ব্রিগেডের সদস্য হতে পেরে আমি খুশি। ইস্টবেঙ্গল দলের ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে আমরা সকলেই জানি। তাই লাল-হলুদ দলের তরফ থেকে আমার কাছে প্রস্তাব আশার পর আমি আর অন্য কিছু ভাবিনি।” তবে সেখানেই শেষ নয়। বোরহা আরও বলেন,বিশেষত আমি কলকাতা ডার্বি খেলার জন্য যথেষ্ট আগ্ৰহী। আমি শুনেছি, এটি এশিয়ার অন্যতম বড় ডার্বি ম্যাচ। আমাকে এই দলের সঙ্গে যুক্ত করার জন্য কোচ কার্লোস কুয়াদ্রাত ও ইমামি গ্রুপ কে অনেক অনেক ধন্যবাদ।