Mohun Bagan: অনুশীলন শুরু করল মোহনবাগান, কারা থাকলেন মাঠে?

আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। যা নিয়ে চরম ব্যস্ততা ময়দানের সমস্ত দল গুলির মধ্যে। দলবদলের বাজার থেকে শেষ মুহূর্তে খেলোয়াড়…

ATK Mohun Bagan practice

আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। যা নিয়ে চরম ব্যস্ততা ময়দানের সমস্ত দল গুলির মধ্যে। দলবদলের বাজার থেকে শেষ মুহূর্তে খেলোয়াড় সইসাবুদের পর্ব সেরে অনুশীলন শুরু করার তৎপরতা দেখা দিয়েছে দল গুলির মধ্যে। যদিও গত কয়েকদিন আগেই অনুশীলন শুরু করে দিয়েছিল গতবারের রানার্স আপ ভবানীপুর ক্লাব।

দুই প্রধানের একাধিক খেলোয়াড়দের পাশাপাশি ময়দানের বহু চেনা মুখ কে দলে টেনে এবার লিগ শুরু করার অপেক্ষায় এই দল। অন্যদিকে আজ থেকে অনুশীলন শুরু করল মোহনবাগান সুপারজায়ান্টস। এই নিয়ে গত কয়েকদিন আগেই বিশেষ ঘোষণা করেছিল বাগান সচিব দেবাশীষ দত্ত।

তার বক্তব্য অনুযায়ী, আসন্ন কলকাতা লিগ ও ডুরান্ড কাপে মূলত জুনিয়র খেলোয়াড়দের খেলানোর পরিকল্পনা রয়েছে তাদের ম্যানেজমেন্টের। তাই এক্ষেত্রে মোহনবাগান দলের হয়ে ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ খেলে আসা ফুটবলারদের কেই নামানো হবে এই টুর্নামেন্টে। তবে এবার কোচের ভূমিকায় আর থাকা হচ্ছে না রোমার। তার পরিবর্তে বাগান জুনিয়রের দায়িত্ব সামলাবেন হুয়ান ফেরেন্দোর সহকারী বাস্তব রায়। আসন্ন দুই ফুটবল টুর্নামেন্টে তার তত্ত্বাবধানেই খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। সেইমতো আজ থেকেই অনুশীলন শুরু করে দিল কলকাতার এই প্রধান।

তবে এখনো পর্যন্ত নতুন লোগো প্রকাশ না করায় লোগো ছাড়া জার্সি পড়েই মাঠে অনুশীলন করতে দেখা গেল ফুটবলারদের। এক্ষেত্রে ডেভলপমেন্ট লিগে খেলা ফুটবলারদের ই অধিকাংশ সময় দেখা গেল অনুশীলনে। প্রথমদিকে ফিজিক্যাল ফিটনেসের দিকেই নজর দিলেন বাগান কোচ। তারপর গোটা দলকে কয়েকটি ভাগে ভেঙে মূলত পাসিং ফুটবল অনুশীলন করালেন দলের কোচ।

তবে সুমিত রাঠি অনুশীলনের প্রথমদিকে স্ট্রাচিং করলেও বল নিয়ে অনুশীলন করতে দেখা যায়নি তাকে। অন্যদিকে এঙ্গসন, দীপেন্দু, নাওরেম থেকে সুহেল কিংবা ফারদিন সবাইকেই দেখা গেল অনুশীলনে। এছাড়াও তিন কাঠির নিচে অনুশীলন করলেন আনোয়ার, অভিলাষরা। এছাড়াও বেশ কয়েকজন ফুটবলারদের দেখা মিলল ট্রায়ালে। বলতে গেলে আসন্ন ফুটবল মরশুমে শক্তিশালী দল সাজিয়ে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য মোহনবাগানের।