ডোমকল, খড়গ্রাম-সহ একাধিক জায়গায় গন্ডগোলের অভিযোগ উঠেছে পঞ্চায়েতের মনোনয়ন শুরু হতেই। সেই অভিযোগগুলি নিয়ে রিপোর্ট চাইল কমিশন (State Election Commission)।
কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, প্রশ্ন কমিশনের। এর পাশাপাশি বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, কোন কোন জেলা স্পর্শকাতর, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
প্রসঙ্গত, ডোমকল বিডিও দফতরে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাম-কংগ্রেস সমর্থকরা দেখে তৃণমূলের সসস্ত্র বাহিনী ঘিরে রেখেছে। এরপরই শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পরে কর্মী-সমর্থকরা। এরপর লাঠি নিয়ে ছুটে যায় একে ওপরের দিকে, ধন্ধুমার পরিস্থিতি হয় বলেই অভিযোগ।