WTC Final 2023: দ্বিতীয় দিনের শুরুর আগে থেকেই অনেকটা এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় তিন ব্যটিং করতে নেমে চারশোর কোটা পূরণ করেন তাঁরা। মহম্মদ সিরাজ যদি নাথান লিঁও-র উইকেট না নিতেন, হুয়তো ৪৬৯ ছাড়িয়ে ৫০০ ছোঁয়ার চেষ্টা করত অস্ট্রেলিয়া।
ব্যাটিং করতে নেমেও হিমশিম খেয়ে গেল ভারত। শুরুটা ভালো করলেও ভারতীয় ওপেনাররা বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। প্রথমে প্যাট কামিন্সের বলে এলবিডাব্লু হয়ে ডিআরএস না নিয়েই বেড়িয়ে যান ভারতীয় অধিনায়ক তথা “হিটম্যান” রোহিত শর্মা (২৬ বলে ১৫)। তার পরেই স্কট বোলান্ডের বল ছাড়তে গিয়ে বেল ফেলে দেয় শুভমন গিলের উইকেটের। অগত্যা ফিরে যান ১৫ বলে ১৩ করে।
কিছুক্ষণের মধ্যেই ফিরে যান চেতশ্বর পূজারাও (২৫ বলে ১৪)। ইংল্যান্ডেই সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলায় অনেকই পূজারার ওপর অনেকটা ভরসা করেছিল। আপাতত সেটা আর হয়নি।
সদ্য ছন্দে ফিরে আসা বিরাট কোহলিও পারলেন না। আগের থেকে অনেকবদল এনেছিলেন তাঁর ব্যাটিংয়ে, বিশেষত ফুটওয়ার্কে। তা নজর করা গেলেও ব্যাটে রান দেখা গেল না। মিচেল স্টার্কের বল ব্লক করতে গিয়ে ছিটকে গিয়ে স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে গিয়ে ওঠে। একটা অসাধারণ ক্যাচ নিয়ে ফিরিয়ে দেওয়া হয় কোহলিকে, করেন ৩১ বলে ১৪ রান। উল্টোদিকে অজিঙ্ক রাহানে (৭১ বলে ২৯*) তখনও পিচ কামড়ে দাঁড়িয়ে। নেমেছেন জাডেজা। আশা জোগালেন, করলেন ৫১ বলে ৪৮।
ভরত এসে যোগ আপাতত করলেন মোটে ৫ রান। ১৫১ রান করে ভারতের অর্ধেক দল ভিতরে! ৩১৮ রানে পিছিয়ে থাকা ভারতের কাছে টুর্নামেন্ট জেতার পথ এখনও অনেকটাই দুর্গম। তবে বাকিটা তো সময়ই বলবে।