কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই সিজনে ১৪টি ম্যাচ খেলে ৪০৪ রৃন করেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। রয়েছে ২টি অর্ধশত রান এবং একটি সেঞ্চুরিও। কেকেআরের হয়ে ব্রেন্ডন ম্যককলমের পর ভেঙ্কটেশেরই সেঞ্চুরি রয়েছে আইপিএলে। কেকেআর আইপিএলে সাত নম্বরে শেষ করলেও ভেঙ্কটেশের মরসুম মন্দ যায়নি। তবে এবার ছুটি কাটানোর পালা।
তামিলনাড়ুর কাঁচিপুরামে ছুটি কাটাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে বেদ পাঠশালার ছাত্রদের সাথে ক্রিকেট খেলতে দেখা যায় তাঁকে। নিচে লেখেন, “খেলার প্রতি ভালোবাসা অবিশ্বাস্য। কাঞ্চিপুরমের সমস্ত তরুণ বেদ পাঠশালার ছাত্রদের সাথে দুর্দান্ত সময় কাটিয়েছি।” এই নিয়ে ভক্তমহলে বেল প্রশংসাও পান তিনি।
তাঁর পুরো আইপিএল জীবনে, আইয়ার মোট ৩৬টি ম্যাচ খেলে ৯৫৬ রান করেছেন। একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়াও, তিনি টিম ইন্ডিয়ার হয়ে দুটি ওডিআই এবং নয়টি টি-টোয়েন্টি খেলেছেন।