Coromandel Express: উদ্ধারের নামে মৃতদেহ মাড়িয়ে দেদার লুঠ, ২০০ অধিক নিহত

ওড়িশায় (Odisha) দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) ও যশবন্তপুর সুপার ফাস্ট ট্রেনের দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলিতে মৃতদেহ ছড়িয়ে। অভিযোগ, সেই দেহগুলি মাড়িয়ে রক্ত…

short-samachar

ওড়িশায় (Odisha) দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) ও যশবন্তপুর সুপার ফাস্ট ট্রেনের দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলিতে মৃতদেহ ছড়িয়ে। অভিযোগ, সেই দেহগুলি মাড়িয়ে রক্ত মাংসের মাখামাখি হয়েই চলছে লুঠ!

   

দুটি ট্রেনের যাত্রী যারা জখম হয়ে পড়ে আছেন তাদের অভিযোগ, চোখের সামনে চলছে উদ্ধার করতে আসার নামে স্থানীয়দের লুঠতরাজ। জখম যাত্রীদের বাধা দেওয়ারও ক্ষমতা নেই। তবে কিছু এলাকাবাসী আসলেই উদ্ধারে নেমেছেন এমন দৃশ্যও ধরা পড়েছে।

ট্রেনের যে কোনও দূর্ঘটনা ঘটলেই প্রাথমিকভাবে উদ্ধার করার কাজে নামেন দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকার বাসিন্দারা। এক্ষেত্রেও তেমনই হয়েছে। তবে আসছে লুঠেরও অভিযোগ।

শুক্রবার ওড়িশার বহঙ্গা বাজারের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ও হাওড়াগামী যশবন্তপুর সুপারফাস্ট বেলাইন হয়। দুটি ট্রেনের ছিটকে যাওয়া কামরায় থাকা যাত্রীদের মধ্যে দুশো জনের বেশি নিহত। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর পর উদ্ধারে নামানো হয়েছে বায়ু সেনা, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্ধারকারী দল। এনডিআরএফ দল নামানো হয়েছে। স্থানীয় সরকারি ও বেসরকারি সব হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আহতদের দ্রুত চিকিৎসার।

জানা যাচ্ছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের উপর ছিটকে এসেছিল হাওড়াগামী যশবন্তপুর সুপার ফাস্ট ট্রেনের বেলাইন হওয়া কামরাগুলি। তার ধাক্কায় করমণ্ডলের বগিগুলি ছিটকে পড়ে একটি মালগাড়ির উপরে। একসাথে তিনটি ট্রেন একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়েছে এমনটা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

বহঙ্গা বাজারে মৃত্যুমিছিল চলছে। চারদিকে ছড়িয়ে বহু যাত্রীর দেহ। রক্তাক্ত বহু যাত্রীকে উদ্ধার করা হয়ে। চিকিৎসাধীন বহু যাত্রী।