Electricity Bills: আকাশ ছোঁয়া বিদ্যুতের বিল! এসি চালাতে ভুল করছেন না তো?

গরমের হাত থেকে রেহাই পেতে একমাত্র ভরসা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। মধ্যবিত্ত বাংলা যদি কোনমতে এসি কিনেও ফেলেন তাহলে রয়েছে আরো একটি সমস্যা, আর সেটি হলো বিদ্যুতের বিল (Electricity Bills)।

Reduce Electricity Bills: Tips for Optimizing AC Usage

কালবৈশাখীর ঝড়ে সাময়িক স্বস্তি পেয়েছে বাংলা। কিন্তু সকালের দিকে অস্বস্তি ঠিক একই রকম। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে একই হারে, ফলে স্বাভাবিক ভাবেই গরমে হাসফাঁস করছে সাধারণ মানুষ। আর এই গরমের হাত থেকে রেহাই পেতে একমাত্র ভরসা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। মধ্যবিত্ত বাংলা যদি কোনমতে এসি কিনেও ফেলেন তাহলে রয়েছে আরো একটি সমস্যা, আর সেটি হলো বিদ্যুতের বিল (Electricity Bills)।

অনেকে আছেন যারা এসি কিনলেও বিদ্যুৎ বিলের ভয়ে চালাতে পারেন না। তবে আপনি যদি সঠিক নিয়মে আপনার মেশিনটি চালান তাহলে একেবারেই নাগালের মধ্যে আসবে বিদ্যুতের বিল। এক নজরে দেখে নেওয়া যাক, বিল কমানোর জন্য কি করতে হবে।

এসির মোড ঠিক করুন: প্রথমত আমরা সকলেই জানি এসির মধ্যে বিভিন্ন ধরনের মোড আছে। এই সব মোডের কার্যক্ষমতা ভিন্ন, তাই বিদ্যুতের অপচয় হয় আলাদা ভাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি কুলিং মোডে আপনি এসি চালান তাহলে সহজেই কম আসবে বিদ্যুতের বিল।

ফিল্টার পরিষ্কার করুন: বিশেষজ্ঞরা বলছেন, এই সম্বন্ধে যে ফিল্টার থাকে, সেটি দুই সপ্তাহের পর পর সেই ফিল্টার পরিচয় করা খুবই জরুরি। কারণ তাতে ধুলো জমে গেলে আপনার এসি কোনভাবেই ঘর ঠান্ডা করবে না এবং বিদ্যুৎ অনেকটাই বেশি খরচ হবে।

তাপমাত্রা নির্ধারণ করুন: এসি নির্মাণকারী সংস্থার দাবি, এসি চালানোর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাপমাত্রা নির্ধারণ করা। অনেকেই মনে করেন তাপমাত্রা যত কম হবে ঘর তত দ্রুত ঠান্ডা হবে কিন্তু এই ধারণা একেবারেই ভুল। বরং তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার ফলে আপনার পিসির কম্প্রেসার বারংবার চলতে থাকবে যার ফলে বিদ্যুৎ অপচয় অনেকটাই বেশি হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপনার ঋষি সব সময় ২৪ ডিগ্রী তাপমাত্রায় সেট করে রাখা উচিত। যার ফলে ঘরে একটি নাতিশীতোষ্ণ পরিবেশ তৈরি হবে। এবং বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে।