Wrestlers Protest : আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে মোহনবাগান অধিনায়ক

বিগত কয়েকদিন ধরেই দেশের তারকা কুস্তিগিরদের আন্দোলন (Wrestlers Protest) ও তাদের উপর পুলিশি আক্রমণ নিয়ে সরগরম গোটা দেশ। যা নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে দেশের…

Protesting Wrestlers

বিগত কয়েকদিন ধরেই দেশের তারকা কুস্তিগিরদের আন্দোলন (Wrestlers Protest) ও তাদের উপর পুলিশি আক্রমণ নিয়ে সরগরম গোটা দেশ। যা নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে দেশের আপামর ক্রীড়াপ্রেমী মানুষ। এই তারকাদের সমর্থনে গত কয়েকদিন আগেই বিশেষ ট্যুইট করেছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এছাড়াও ক্ষোভ প্রকাশ করেছিলেন নীরজ চোপড়া ও বিজেন্দ্র সিংয়ের মতো তারকারা। এবার মোহনবাগান অধিনায়কের মুখে ও সেই প্রতিবাদের ভাষা।

Advertisements

আরও পড়ুন: Wrestlers Harassment: দেশের কুস্তিগিরদের পুলিশি হেনস্থার প্রতিবাদে সুনীল ছেত্রী

   

উল্লেখ্য, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষন শরন সিংয়ের বিপক্ষে একাধিক অভিযোগের ভিত্তিতে গত ২৩ এপ্রিল থেকে ধর্নায় সামিল হন বজরং পুনিয়া, রবিকুমার দাহিয়া, ভিনেশ ফোগাট ও সাক্ষী মালিকের মতো তারকারা। পরবর্তীতে তাদের সমর্থন জানান বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতাগন। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার বদলে দিনের পর দিন অপমান সইতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে কুস্তিগিরদের প্রসঙ্গে ফেসবুকে বিশেষ পোস্ট করেন প্রীতম কোটাল।

Advertisements

আরও পড়ুন: Wrestlers Protest: মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার প্রতিবাদে দিল্লি ঘিরছেন কৃষকরা

তিনি লেখেন, “আমাদের দেশের কুস্তিগিররা সকলেই লড়াই করছেন। এটা করার জন্যই তারা জন্মেছে। তবে এবার কোনো পদকের জন্য নয় বরং ন্যায় বিচারের জন্য। তারা রাজপথে নেমেছে। আমি আশা করি তারা সঠিক বিচার পাবে। এটি ক্রীড়াবিদদের জন্য অন্য এক ক্রীড়াবিদের প্রার্থনা। “