গত ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan SG)। টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফেরে বাগান ব্রিগেড। দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্স এফসি কে হারানোর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কলকাতার এই প্রধানকে।
কোয়ার্টার ফাইনালে ওডিশা এফসি কে হারানোর পর সেমিতে হায়দরাবাদ ও ফাইনালে বেঙ্গালুরু এফসি কে হারিয়ে খেতাব জয়। তারপর মেলে এএফসি কাপ খেলার ছাড়পত্র। সব মিলিয়ে বলতে গেলে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে মোহনবাগানের। আসন্ন ফুটবল মরশুমে ও সেই পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া হুয়ান ফেরেন্দো।
সেইমতো বেশ কয়েকমাস আগে থেকেই দল গোছানোর কাজে নেমে পড়ে সবুজ-মেরুন ব্রিগেড। উল্লেখ্য, দলের রক্ষনভাগ থেকে শুরু করে মাঝমাঠে কিংবা গোলরক্ষক হিসেবে বিশাল কাগজের মতো ভরসাযোগ্য তারকা থাকলেও একজন দক্ষ ফরোয়ার্ডের অভাব থেকেই গিয়েছিল। দিমিত্রি পেত্রাতোস ও হুগো বুমোস দলে থাকলেও তারা কেউ ফরোয়ার্ড নন। তাই আসন্ন মরশুমের জন্য একজন দক্ষ ফরোয়ার্ড খোঁজার কাজ শুরু হয়েছিল অনেকদিন আগেই। এক্ষেত্রে সবার উপরে উঠে আসছিল অজি তারকা জেসন কামিন্সের নাম। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্লাব সেন্ট্রালকোস্ট মেরিনার্সের হয়ে খেললেও আগামী মরশুমে তাকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল মোহনবাগান ও মুম্বাই সিটি এফসির মতো ক্লাব।
শেষ পর্যন্ত সকলকে চমকে দিয়ে কামিন্স কে প্রায় নিশ্চিত করে ফেলল পালতোলা নৌকা ব্রিগেড। শোনা যাচ্ছে, আগামী ১লা জুন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে শেষ ম্যাচ খেলবেন কামিন্স। তারপরেই হয়ত পা বাড়াবেন মোহনবাগানের উদ্দেশ্যে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার প্রথম সারির দল শুধু নয়, বিগত কয়েকবছর ধরেই জাতীয় দলের দায়িত্ব সামলে আসছেন এই তারকা। তার যোগ দেওয়ার বাগান শিবিরের শক্তি যে আগের থেকে অনেকটাই বাড়ল তা বলার অপেক্ষা রাখেনা।