অভিষেকের ‘নবজোয়ার’ বাঁকুড়ার (Bankura) রানিবাঁধে শেষ হওয়ার পর উল্টো ছবি। শয়ে শয়ে তৃণমূল ছেড়ে যোগ দিলেন (CPIM) সিপিআইএমে। এই ঘটায় শোরগোল পড়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মসূচির পরই বাম মিছিলে ভিড় বাড়ল।
সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটি জানাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপুল খরচের নবজোয়ারে গ্রামাঞ্চলের মানুষ আরও দূরত্ব বাড়াচ্ছেন শাসকদল থেকে। শুধু তৃণমূল নয়, বিজেপি থেকেও সিপিআইএমে যোগদান চলছে। জঙ্গলমহলে এই দুই দলে ভাটার টান চলছে।
নবজোয়ার কর্মসূচিতে রানিবাঁধ ঘুরেছেন অভিষেক। এর পরেই রানিবাঁধের দুশোর বেশি তৃণমূল ও বিজেপি সমর্থক তৃণমূল বিজেপি ছেড়ে বাম শিবিরে চলে আসেন।
রানিবাঁধের ভুড়কুড়া থেকে দ্বারগেড়িয়া পর্যন্ত সিপিআইএমের মিছিল হয়। এতে আশেপাশের গ্রাম থেকে হাজারের বেশি বাম সমর্থক অংশগ্রহণের করেন। ৪২ ডিগ্রি গরমে টানা আট কিলোমিটার মিছিল হয়।
সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটি জানিয়েছে, পঞ্চায়েতে দুর্নীতির বিস্তর অভিযোগ করছেন তৃণমূল ত্যাগীরা।