Weather: সপ্তাহ শেষে ঘেমো গরম, মঙ্গলে বৃষ্টি

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। এই হাঁসফাঁস গরম থেকে কি স্বস্তি মিলবে বঙ্গবাসীর? কালবৈশাখীর কোনও সম্ভাবনা আছে? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস? Advertisements আলিপুর আবহাওয়ে দফতরের…

Weather Update: Temperature to Rise in Most Parts of the Country

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। এই হাঁসফাঁস গরম থেকে কি স্বস্তি মিলবে বঙ্গবাসীর? কালবৈশাখীর কোনও সম্ভাবনা আছে? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?

Advertisements

আলিপুর আবহাওয়ে দফতরের সূত্র অনুযায়ী, আজ শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। গাঙ্গেও দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ওড়িশা লাগোয়া কিছু জেলায় আজ বিকেল নাগাদ দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়ে দফতরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে কারণ বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

   

তবে নতুন করে রাজ্যে আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। এদিকে পশ্চিমের জেলাগুলিতে গরম ও আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার ও সোমবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Advertisements

আবহাওয়ে দফতর জানাচ্ছে মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।