Abhishek Banerjee: সিবিআই ঘেরাটোপে অভিষেকের জেরা, ‘স্তম্ভিত’ বললেন মমতার ভাইপো

নিয়োগ দুর্নীতির (Job Scam) তদন্তে নিজাম প্যালেসে সিবিআই (CBI) জেরা চলছে তৃ়ণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্দিষ্ট সময়েই তিনি নিজাম প্যালেসে…

নিয়োগ দুর্নীতির (Job Scam) তদন্তে নিজাম প্যালেসে সিবিআই (CBI) জেরা চলছে তৃ়ণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্দিষ্ট সময়েই তিনি নিজাম প্যালেসে হাজির হন। তবে হাজিরা দেওয়ার আগে তিনি সাংসদের লেটারপ্যাডে চিঠি দিয়ে সিবিআইকে জানান এভাবে তডিঘড়ি ডাকায় আমি স্তম্ভিত।

অভিষেকের জেরার কারণে নিজাম প্যালেস নিরাপত্তার ঘেরাটোপে। সূত্রের খবর, পাঁচ পাতার প্রশ্নপত্র নিয়ে সিবিআই গোয়েন্দারা জেরা করছেন। নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেকের নাম নেন ধৃত কুন্তল ঘোষ। তার ভিত্তিতে আদালতের নির্দেশে সিবিআই জেরা। যদিও জেরা আটকাতে আইনি পথ নিয়েছেন অভিষেক। তবে কলকাতা হাইকোর্টে আবেদন খারিজ হয়।

নিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে হাইকোর্ট।