এগরার মতো ভয়াবহ বিস্ফোরণে কেঁপে গেল ভাঙড়

প্রবল বিস্ফোরণ ভাঙড়ে। আতঙ্কিত এলাকাবাসী। বিস্ফোরণে উড়ে গেছে স্থানীয় তালদিঘির একটি পোলট্রি ফার্ম।     মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরণ ও গ্রামবাসীদের মৃত্যুর পর বুধবার…

Curfew Imposed in Bihar After Communal Tension Erupts

short-samachar

প্রবল বিস্ফোরণ ভাঙড়ে। আতঙ্কিত এলাকাবাসী। বিস্ফোরণে উড়ে গেছে স্থানীয় তালদিঘির একটি পোলট্রি ফার্ম।

   

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরণ ও গ্রামবাসীদের মৃত্যুর পর বুধবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে হল বিস্ফোরণ।

স্থানীয় আইএসএফ নেতৃত্বের দাবি ওই পোলট্রি ফার্মের ভিতরে বোমা বাঁধার কাজ চলছিল। তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।