আজ লাল-হলুদ (East Bengal) তাঁবুতে অনুষ্ঠিত হল সলমন খান নাইট। যাকে কেন্দ্র করে শুরু থেকেই উত্তেজনার পারদ চরমে উঠেছিল গোটা শহরের। আসলে বছর কয়েক আগে ইস্টবেঙ্গল ক্লাবের শতবার্ষিকী উপলক্ষে ভাইজান কে আনার কথা থাকলেও করোনা ভয়াবহ আকার ধারন করায় তা আর সম্ভব হয়ে ওঠেনি।
তবে এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে সমস্ত কিছু। সেজন্য বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ ক্লাব প্রাঙ্গণে ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হল “দাবাং, দ্য ট্যুর রিলোড”। যার দায়িত্বে ছিল জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হোয়াটস ইন দ্য নেম। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব যথেষ্ট সক্রিয়তা দেখার। যারফলে, এবার এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী থাকল গোটা কলকাতা ময়দান।
দীর্ঘ ১৩ বছর পর ফের কলকাতায় পা রেখেছেন সলমন খান। সেইসাথে শহরের প্রথম অনুষ্ঠান বলে কথা। সেজন্য ভাইজান কে বরন করে নিতে আগে ভাগেই সমস্ত পরিকল্পনা করে নিয়েছিলেন ক্লাব কর্তারা। সেইমতো প্রথমে লাল-হলুদ উত্তরীয় পড়িয়ে বরন করে নেওয়া হয় এই তারকা কে। তারপর ভাইজানের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের ঐতিহ্যবাহী কয়েন। এছাড়াও ক্লাবের লাইফ টাইম মেম্বারশিপ কার্ড ও প্রদান করা হয় তাকে।
তবে ক্লাবের জার্সি না দিলে কি চলে, তাই এই তারকার পছন্দ অনুযায়ী নামাঙ্কিত ২৭ নম্বর জার্সি হাতে তুলে দেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। পাশাপাশি বেশকিছু ফুটবলের উপর সই করানো হয় এই তারকা কে দিয়ে। তিনি একানন, ময়দানের এই জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ থেকে শুরু করে সোনাক্ষী সিনহা, প্রভু দেবা সহ আরও একঝাঁক তারকা। সকলের হাতেই তুলে দেওয়া হয় ক্লাবের ঐতিহ্যবাহী বিশেষ কয়েন।